www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

না পাই সুখের দেখা

প্রতিদিন সকালে উঠি
আর মনে মনে বলি;
যদি পেতাম যাদু লাঠি
অথবা কামান গুলী;

খুশী যত দিতেম এনে
হয়েছে যা কুক্ষিগত;
যাদুতে বা ঐ কামানে
মুছে দিতেম দৈন্য ক্ষত।

ওরা পেয়েছে স্বর্ণ কাঠি
ঘর বাড়ি সুখে ভরা;
ধরা ওদের স্বর্গ ঘাঁটি
সুখ পাহাড়ে গড়া।

শ্রমে ঘামে যা কিছু পাই
তা নিয়েই কষ্টে থাকি;
শুধু এ সততাই ঠাঁই
জানি না যে ফাঁকিজুঁকি।

যারা আমার প্রতিবেশী
দিতে চাই সদা হাসি;
ঝগড়া নয়, শুধু খুশী
কষ্ট দুখে মিলিমিশি।

থাকি সদা তাদের পাশে
নেই ঘর বস্ত্র ভাত;
দিন কাটে বেদনা বিষে
আহাজারি দিনরাত।

করি সবাই বাঁচার যুদ্ধ
চলি পথ একা একা;
পাথরে রয় পথ রুদ্ধ
না পাই সুখের দেখা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast