আঁখি করে ছল ছল
আজকাল অন্যায় ব্যভিচার এত প্রবল
যারা মুদ্রা গোনে কোটি কোটি
খায় সদা হরষে লুটোপুটি
সরল গরীব যত,আঁখি করে ছল ছল।
যাদের আছে অনেক,তারাই ভরছে গোলা
লুটে কৃষাণেরই ফসল
যেন তাদের এ রাজ্য ভূতল
ঘামের বিনিময়েও জোটে না ভাত দু’বেলা।
হিমশিম খেয়ে পার করে এ সংসার সিন্ধু
বোকা দরিদ্র সরল জনতা
মরে বাসে ট্রেনে যেথা হেথা
অথচ ধনাঢ্য যারা নেই চিন্তা এক বিন্দু।
এ কার আহামরি বা কার কত আহাজারি
পৃথিবী চিরদিনই উদাস
হোক ভারী আকাশ বাতাস
হোক বুভুক্ষু মানুষ দু’চোখ অশ্রুতে ভরি।
প্রকৃতির এ কেমন যেন দুই মুখী চাল
ঝর ঝর শ্রাবণেও আসে
দুঃখ আর জ্বালা ভেসে ভেসে
বানে শুধু কি মানুষ,পশুরাও নাজেহাল।
ধনাঢ্য যারা,আবাস ঘেরা সে লৌহ প্রাচীরে
আছে পাথরের ইমারত
খুশীতে তাই যে গদগদ
প্রকৃতি বা সবল,সাধ্য কি এক চুল ছিঁড়ে।
যারা মুদ্রা গোনে কোটি কোটি
খায় সদা হরষে লুটোপুটি
সরল গরীব যত,আঁখি করে ছল ছল।
যাদের আছে অনেক,তারাই ভরছে গোলা
লুটে কৃষাণেরই ফসল
যেন তাদের এ রাজ্য ভূতল
ঘামের বিনিময়েও জোটে না ভাত দু’বেলা।
হিমশিম খেয়ে পার করে এ সংসার সিন্ধু
বোকা দরিদ্র সরল জনতা
মরে বাসে ট্রেনে যেথা হেথা
অথচ ধনাঢ্য যারা নেই চিন্তা এক বিন্দু।
এ কার আহামরি বা কার কত আহাজারি
পৃথিবী চিরদিনই উদাস
হোক ভারী আকাশ বাতাস
হোক বুভুক্ষু মানুষ দু’চোখ অশ্রুতে ভরি।
প্রকৃতির এ কেমন যেন দুই মুখী চাল
ঝর ঝর শ্রাবণেও আসে
দুঃখ আর জ্বালা ভেসে ভেসে
বানে শুধু কি মানুষ,পশুরাও নাজেহাল।
ধনাঢ্য যারা,আবাস ঘেরা সে লৌহ প্রাচীরে
আছে পাথরের ইমারত
খুশীতে তাই যে গদগদ
প্রকৃতি বা সবল,সাধ্য কি এক চুল ছিঁড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ০৯/০৮/২০১৪অসাধারন
-
শিমুল শুভ্র ০৯/০৮/২০১৪আগে ও পড়েছি মনে হচ্ছে । চেনা কবির চেনা কবিতার স্বাদ মনে রেশ রয়ে গেলো-
-
কবি মোঃ ইকবাল ০৮/০৮/২০১৪অসাধারন ভাবনায় লিখেছেন কবিবর।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৮/০৮/২০১৪বাহ অসাধারন লাগল।
-
রামবল্লভ দাস ০৮/০৮/২০১৪বাহ ! দারুন লিখেছেন ।।
-
জসীম উদ্দীন মুহম্মদ ০৮/০৮/২০১৪খুব ভাল কবিতা !