ব্যঞ্জনবর্ণের আলোতে জীবন যুদ্ধ
ব্যঞ্জনবর্ণের আলোতে জীবন যুদ্ধ
ক-কেন যে বলো তুমি,পাবে না সফলতা
খ-খরা ঝড় বৃষ্টি তো থাকেই এ জীবনে;
গ-গরীব হয়েছো তাতে কি,ফেলে জড়তা
ঘ-ঘাত প্রতিঘাত সয়ে এগুতে হবে রণে।
ব্যঞ্জনবর্ণের আলোতে পাহাড়িদের জীবন
ঙ-ঙাপ্পি খুউব মজা করে পাহাড়িরা খায়
চ-চাষাবাদের ভূমি নেই,তাই এরা হেথা;
ছ-ছেলেমেয়ে করবে স্কুল,নেই এলাকায়
জ-জীবনে নেই আলোপথ, অসহ যে ব্যথা।
ঝ-ঝড় বাদলেও ভোগান্তির নেই গো শেষ
ঞ-মঞ্চ এ পৃথিবীর, করো তবে কেন সৃষ্টি;
ট-টর্নেডোর মত তুফানে যদি বা নিঃশেষ
ঠ-ঠাঁই দিয়ে কাড়,মাথা গোঁজে কোথায় কি?
ক্রমশ ---
ক-কেন যে বলো তুমি,পাবে না সফলতা
খ-খরা ঝড় বৃষ্টি তো থাকেই এ জীবনে;
গ-গরীব হয়েছো তাতে কি,ফেলে জড়তা
ঘ-ঘাত প্রতিঘাত সয়ে এগুতে হবে রণে।
ব্যঞ্জনবর্ণের আলোতে পাহাড়িদের জীবন
ঙ-ঙাপ্পি খুউব মজা করে পাহাড়িরা খায়
চ-চাষাবাদের ভূমি নেই,তাই এরা হেথা;
ছ-ছেলেমেয়ে করবে স্কুল,নেই এলাকায়
জ-জীবনে নেই আলোপথ, অসহ যে ব্যথা।
ঝ-ঝড় বাদলেও ভোগান্তির নেই গো শেষ
ঞ-মঞ্চ এ পৃথিবীর, করো তবে কেন সৃষ্টি;
ট-টর্নেডোর মত তুফানে যদি বা নিঃশেষ
ঠ-ঠাঁই দিয়ে কাড়,মাথা গোঁজে কোথায় কি?
ক্রমশ ---
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রামবল্লভ দাস ০৭/০৮/২০১৪পরের টার অপেক্ষা তে থাকলাম ; ভালো লাগলো ।