বন্ধু দিবসের কথা
‘বন্ধু’ শব্দে অক্ষর আছে, মাত্র তিনটি
ব্যাপকতা এর কত, কেউ ভাবছো কি ?
সবার জীবনেই আসে বন্ধুর হাত
নানা রূপ লয়ে, উচ্ছ্বাস কখনো ঘাত।
এতো দু’টি আত্মার বসত কাছাকাছি
বয়ে আনে সাফল্য, কখনো মিছিমিছি;
এ তো একে অন্যের উপর নির্ভরতা
এক বিশ্বাস বন্ধন, এক আত্মীয়তা।
এ তো পাতার সে এপিঠ ওপিঠ যেন
স্থায়ী অনন্ত, আবার টিকে না কখনো।
বন্ধু তবে সেই, করে জীবনকে সুখী
না দুর্বিষহ, না করে কখনো বা দুখী।
বন্ধুত্ব এ, এতো এক অটুট বন্ধন
এই তো পৃথিবী আমরা বলি জীবন।
চতুর্দশপদী কবিতা
বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে
ব্যাপকতা এর কত, কেউ ভাবছো কি ?
সবার জীবনেই আসে বন্ধুর হাত
নানা রূপ লয়ে, উচ্ছ্বাস কখনো ঘাত।
এতো দু’টি আত্মার বসত কাছাকাছি
বয়ে আনে সাফল্য, কখনো মিছিমিছি;
এ তো একে অন্যের উপর নির্ভরতা
এক বিশ্বাস বন্ধন, এক আত্মীয়তা।
এ তো পাতার সে এপিঠ ওপিঠ যেন
স্থায়ী অনন্ত, আবার টিকে না কখনো।
বন্ধু তবে সেই, করে জীবনকে সুখী
না দুর্বিষহ, না করে কখনো বা দুখী।
বন্ধুত্ব এ, এতো এক অটুট বন্ধন
এই তো পৃথিবী আমরা বলি জীবন।
চতুর্দশপদী কবিতা
বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রামবল্লভ দাস ০৫/০৮/২০১৪শুভেচ্ছা ! ভালোবাসা নেবেন ।
-
কবি মোঃ ইকবাল ০৪/০৮/২০১৪বন্ধু দিবসের অনন্য উপহার দিলেন কবি।
-
মুহাম্মদ দিদারুল আলম ০৪/০৮/২০১৪ভালো লাগলো...