www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কতটুকু জানি

কতটুকু জানি
এই যে গ্রহ উপগ্রহের কথা শুনি;
নীল ঐ আকাশে ভাসছে নক্ষত্রদল
মিটি মিটি হাসে করে কত ঝলমল;
ক্যাপলার,প্লুটো এমনি সে কত নাম
বিজ্ঞানীরা খুঁজছে তাদের অবিরাম।

কতটুকু জানি
কত সমুদ্র, কত সে গভীরতা শুনি;
সেখানেও এক বিশাল জল জগত
উন্মোচিত হচ্ছে অজানা আলোর পথ;
আছে সেথাও জীব বৈচিত্র্যের আধার
লুকিয়ে এক বিপুল সম্পদ পাহাড়।

কতটুকু জানি
এত বোঝা কাঁধে, ঘুরছে পৃথিবীখানি;
এখানে রাত ওখানে দিন বা গোধূলি
কোথাও মরু কোথাও ফুটে পুষ্পকলি;
করে বাস নর নারী, বনে পশু পাখি
কেউ শ্বেত কেউ কালো, রহস্য কি ?

কতটুকু জানি
প্রত্যহ কত বিচিত্র গল্প কথা শুনি;
ক্ষুধার্ত অভাবী আর্ত করে হাহাকার
ব্যথিত, ব্যর্থ, পঙ্গু করছে চিৎকার;
কেউ খুশীতে উচ্ছ্বাসে করে লুটোপুটি
নেই কারো এক কড়ি কারো ফাটাফাটি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast