www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোজার মাসে

আসে রোজার মাস বছরে একবার
সবারই দ্বারে, নিয়ে এক পয়গাম;
করো কাবু ষড় রিপু,হৃদয়ে তোমার
ক্রোধ লোভ,মোহ মদ,মাৎসর্য কাম।

হৃদয়ে পুষি শত শত লোভ লালসা
চাই না কেহ নিঃস্বের কান্না যাক থেমে;
ধনীদের জাগে আরো পাওয়ার নেশা
পণ্য বিক্রি হয়,এ মাসেই চড়া দামে।

কোথা তবে সংযম, সবাই খাই বেশী
বাড়ে কেনাকাটা,করি কত অপচয়;
দুর্বৃত্ত অত্যাচার কাড়ে দীনের হাসি
ভেস্তে যায় সংযম,হয় তা অবক্ষয়।

কম খেয়ে পরে সবাই বাড়াতো হাত
দুখীরা বাঁচতো, পেতো এক মুঠো ভাত।

চতুর্দশপদী কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast