www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা মা

বাংলা মা থাক তুমি সতত অটুট
আমার হৃদয়কুঞ্জে মিশি;
সুদূরের এই বিভূঁইয়ে বসেও
দেখি যেন ঐ মুখের হাসি।

দিয়েছো আমায় মমতার ডোরে
তব বুকে এক খণ্ড ভূমি;
ধরে রাখ আমায় তোমার ছোঁয়ায়
দাও সদাই কপাল চুমি।

কত সে বড় বড় দেখেছি শহর
উঁচু উঁচু ঐ দালান কোঠা;
হিমে গরম হাওয়ায়, শীতাতপে
পাইনি ছোঁয়া তেমন মিঠা।

কত নাচ গান কত ঢোল বাদ্য
ভরে নি কভু মনের ক্ষুধা;
পাখির কলতানে অলির গুঞ্জনে
পেয়েছি যত সে প্রেম সুধা।

বাংলা মা তোমার মত এমন সেরা
দেখিনি এ বিশ্ব দরবারে;
এতই মধুর বড় আপন তুমি
রাখ আমায় যতন করে।

রচনা কাল: ২০১১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast