www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সততা গেছে নির্বাসনে

মিথ্যার ডামাডোলে আজ জগত ভরা
সততা গেছে নির্বাসনে
মানুষ নীরব ক্রন্দনে
হয়ে গেছে নির্বাক,নিথর,দিশেহারা।

প্রেম ভালোবাসা সবই যেন অসার
নেই আর কারো মূল্যবোধ
সবার মনে হিংসা ক্রোধ
জমেছে যেন শুধু বিষ হদয়ে সবার।

স্বজন খুঁয়ে মানুষ কাঁদে অহর্নিশি
গুম হয় সে পথে ঘাটে
মানুষ কেনাবেচা এ হাটে
দিনে দিনে তাই উবে গেছে মানব হাসি।

যে বিজ্ঞান এসেছে মানুষের কল্যাণে
ফোন ফেইসবুক টুইটার
সমাজে ফেলেছে আঁধার
নানা কুকর্ম চালায় সেথা ইতরজনে।

দীনের কান্না অভাব, হৃদয় জ্বালা
এসব নাকি কল্পকথা
কে বুঝাবে কি অসহ ব্যথা
আবেগের মূল্য নেই শুধু অবহেলা।

রচনাকাল:২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast