অদ্ভুত আঁধার এক
কি সে অদ্ভুত আঁধার এক
এসেছে আজ এ পৃথিবীর বুকে;
অন্ধত্ব হলো যেন আমার
যারা অন্ধ ছিল,তারা আজ দেখে।
ভালোবাসি,হৃদয়েও মায়া
তবু দূরত্ব বাড়ছে দিন দিন;
জানে যারা শুধু ছলছায়া
তারাই আজ কাছের প্রতিদিন।
মমতা মায়া সে বুকে টানা
এসবের মূল্য আর নেই ভবে;
মিথ্যুক ঠগ যারা প্রতারক
সবারই প্রিয় ভালোবাসে সবে।
ছিল গভীর আস্থা সময়ে
দাঁড়াতো ভালোবেসে সবার পাশে;
জানি না কি সে সুগন্ধ পেয়ে
পালিয়ে বেড়ায় রয় না আর পাশে।
দেখি নি যাদের প্রেম কখনো
আজ তাদেরই যেন প্রেম ছটা;
সবই হাতের মুঠোয় যেন
আঁধারে কবলিত পৃথিবী গোটা।
এসেছে আজ এ পৃথিবীর বুকে;
অন্ধত্ব হলো যেন আমার
যারা অন্ধ ছিল,তারা আজ দেখে।
ভালোবাসি,হৃদয়েও মায়া
তবু দূরত্ব বাড়ছে দিন দিন;
জানে যারা শুধু ছলছায়া
তারাই আজ কাছের প্রতিদিন।
মমতা মায়া সে বুকে টানা
এসবের মূল্য আর নেই ভবে;
মিথ্যুক ঠগ যারা প্রতারক
সবারই প্রিয় ভালোবাসে সবে।
ছিল গভীর আস্থা সময়ে
দাঁড়াতো ভালোবেসে সবার পাশে;
জানি না কি সে সুগন্ধ পেয়ে
পালিয়ে বেড়ায় রয় না আর পাশে।
দেখি নি যাদের প্রেম কখনো
আজ তাদেরই যেন প্রেম ছটা;
সবই হাতের মুঠোয় যেন
আঁধারে কবলিত পৃথিবী গোটা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ রহমান ১৫/০৭/২০১৪khob valo
-
কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা জানবেন কবিবর। শুভ কামনা রইলো।
-
মল্লিকা রায় ১৪/০৭/২০১৪পড়লাম কবিতাটি খুব ভালো লাগলো।