ফেলে যাওয়া এ দুপুর
ফেলে যাওয়া এ দুপুর আসবে না আবার
জীবন পরিসর সে কতটুকু
ব্যর্থতার ব্যাপ্তিও যে ততটুকু
এখন গোধূলি, দণ্ড পরেই তো অন্ধকার।
বছরের পর বছর যেটুকু লিখলাম
করেছি যত এ আবেগ প্রকাশ
এ ভোগ বিশ্রাম আর অবকাশ
হিসেব রাখিনি তার, সবই যে হারালাম।
বারে বারে তাই যেন বুকটা মোচড়ে উঠে
সবি শূন্য ফাঁকা, কিছুই রবে না
নিষ্ফল এ আয়োজন আরাধনা
বাকি সে বেকার হাঁটাহাঁটি এ পৃথিবী মাঠে।
কবিতা কাব্যে শব্দ সঞ্চয়ে এতো দণ্ড ব্যয়
তবু নাকি এখনো সবি অর্থহীন
নেই প্রাণ সৃষ্টিতে,নেই সুর বীণ
এমনি মনুষ্য জীবন পলকে হয় ক্ষয়।
হয়ত পাবে একদিন সকলের কদর
ঘুরেই বেড়াবে এসব বাতাসে
কেঁদে বেড়াবে দ্বারে ভেসে ভেসে
তখন কে দেখবে এই মানুষের আদর?
জীবন পরিসর সে কতটুকু
ব্যর্থতার ব্যাপ্তিও যে ততটুকু
এখন গোধূলি, দণ্ড পরেই তো অন্ধকার।
বছরের পর বছর যেটুকু লিখলাম
করেছি যত এ আবেগ প্রকাশ
এ ভোগ বিশ্রাম আর অবকাশ
হিসেব রাখিনি তার, সবই যে হারালাম।
বারে বারে তাই যেন বুকটা মোচড়ে উঠে
সবি শূন্য ফাঁকা, কিছুই রবে না
নিষ্ফল এ আয়োজন আরাধনা
বাকি সে বেকার হাঁটাহাঁটি এ পৃথিবী মাঠে।
কবিতা কাব্যে শব্দ সঞ্চয়ে এতো দণ্ড ব্যয়
তবু নাকি এখনো সবি অর্থহীন
নেই প্রাণ সৃষ্টিতে,নেই সুর বীণ
এমনি মনুষ্য জীবন পলকে হয় ক্ষয়।
হয়ত পাবে একদিন সকলের কদর
ঘুরেই বেড়াবে এসব বাতাসে
কেঁদে বেড়াবে দ্বারে ভেসে ভেসে
তখন কে দেখবে এই মানুষের আদর?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা রইলো কবি।