www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুঁজি না কেউ সে কোথায়

নশ্বর ধরায় সবি ডুবে একদিন
হয় নিশ্চিহ্ন; রয় না আর কেউ সাথী;
যাকে পোষ দুধে, রয় না সে চিরদিন
পালিয়ে যায় অদৃশ্যে ভুলে যায় প্রীতি।
কেউ আসে না কাছাকাছি, টানে না বুকে
জ্বলো পুড়ো যদিও সবার অগোচরে;
তাকায় না তবে কেউ ফিরে, ডাক যাকে
কে বা না পায় ভয়, সে নিঝুম আঁধারে।

বলেছিল যারা, রবে আজীবন পাশে
যাদের নিয়ে দেখেছিলে সে স্বপ্নছায়া;
কালের কালো স্রোতে সবই যায় ভেসে
ধরণীর বুকে মিছে এ প্রেম এ মায়া।
ঐ প্রেম খাঁটি, সৃজিল তোমায় আমায়
সেই তো টানে, খুঁজি না কেউ সে কোথায়।

চতুর্দশপদী কবিতা
রচনা কাল:২০১০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast