খুঁজি না কেউ সে কোথায়
নশ্বর ধরায় সবি ডুবে একদিন
হয় নিশ্চিহ্ন; রয় না আর কেউ সাথী;
যাকে পোষ দুধে, রয় না সে চিরদিন
পালিয়ে যায় অদৃশ্যে ভুলে যায় প্রীতি।
কেউ আসে না কাছাকাছি, টানে না বুকে
জ্বলো পুড়ো যদিও সবার অগোচরে;
তাকায় না তবে কেউ ফিরে, ডাক যাকে
কে বা না পায় ভয়, সে নিঝুম আঁধারে।
বলেছিল যারা, রবে আজীবন পাশে
যাদের নিয়ে দেখেছিলে সে স্বপ্নছায়া;
কালের কালো স্রোতে সবই যায় ভেসে
ধরণীর বুকে মিছে এ প্রেম এ মায়া।
ঐ প্রেম খাঁটি, সৃজিল তোমায় আমায়
সেই তো টানে, খুঁজি না কেউ সে কোথায়।
চতুর্দশপদী কবিতা
রচনা কাল:২০১০
হয় নিশ্চিহ্ন; রয় না আর কেউ সাথী;
যাকে পোষ দুধে, রয় না সে চিরদিন
পালিয়ে যায় অদৃশ্যে ভুলে যায় প্রীতি।
কেউ আসে না কাছাকাছি, টানে না বুকে
জ্বলো পুড়ো যদিও সবার অগোচরে;
তাকায় না তবে কেউ ফিরে, ডাক যাকে
কে বা না পায় ভয়, সে নিঝুম আঁধারে।
বলেছিল যারা, রবে আজীবন পাশে
যাদের নিয়ে দেখেছিলে সে স্বপ্নছায়া;
কালের কালো স্রোতে সবই যায় ভেসে
ধরণীর বুকে মিছে এ প্রেম এ মায়া।
ঐ প্রেম খাঁটি, সৃজিল তোমায় আমায়
সেই তো টানে, খুঁজি না কেউ সে কোথায়।
চতুর্দশপদী কবিতা
রচনা কাল:২০১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ১২/০৭/২০১৪আগে ও একবার পড়লাম এখন আবার মুগ্ধ হলাম ।
-
পিয়ালী দত্ত ১১/০৭/২০১৪ভাল লাগা রইল...
-
কবি মোঃ ইকবাল ১১/০৭/২০১৪খুব সুন্দর কথামালায় লিখেছেন কবিবর। মুগ্ধ হলাম লিখনীতে। শুভেচ্ছা জানবেন কবি।