ধরিত্রী এ আষাঢ়ে
ঝর ঝর শব্দে চারিদিক দোলায়িত
নীল ঐ আকাশে অভ্র নৃত্য ঝংকারে;
অবলুপ্ত চেতনায় হই পুলকিত
শুনি গুরু গুরু ধ্বনি দিন রাত ভরে।
যে ধূলি, জরা আশায় বেঁধেছিল বুক
এ সবুজে আর এ তৃণলতার সনে;
সখ্যতা তছনছ, হৃদয়ে তাই শোক
সজীবতা নির্মলতা আজ কোণে কোণে।
মা’র আঁচলে, তারাও ছুটে যেতে চায়
বৃষ্টিতে ভিজে লুটবে মজা, কই পারে?
মমতা মাখা সে চোখ এড়ানো না যায়
লভে তাই গৃহে, বৃষ্টি ছোঁয়া শ্বাস ভরে।
ধরিত্রী এ আষাঢ়ে করে যে বৃষ্টি স্নান
কত প্রফুল্ল ধরা, পাই মাটির ঘ্রাণ।
চতুর্দশপদী কবিতা
রচনাকাল:আষাঢ় ৪,১৪২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৯/০৭/২০১৪আগে ও এক বার পড়েছি এখন ও পড়লাম মুগ্ধ হলাম ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৮/০৭/২০১৪অসাধারন।
-
কবি মোঃ ইকবাল ০৮/০৭/২০১৪বরাবরের মতোই অসাধারন। ভালো লেগেছে কবিবর। শুভ কামনা রইলো। শুভ রাত্রি
-
মোঃ আল-আমিন ০৮/০৭/২০১৪বাহ খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল। ভাল থাকবেন। ধন্যবাদ
-
সুরজিৎ সী ০৮/০৭/২০১৪খুবই ভালো লাগলো, মুলত শেষের এই দুইটি লাইন
"ধরিত্রী এ আষাঢ়ে করে যে বৃষ্টি স্নান
কত প্রফুল্ল ধরা, পাই মাটির ঘ্রাণ।" -
রামবল্লভ দাস ০৮/০৭/২০১৪টাপুর-টুপুর ; বৃষ্টি সুর ; বড়ো মধুর ।