www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যতই হোক বিলাপ অন্তর্ভেদী

আকাশে ঐ সাদা কালো মেঘ
কত আরও রঙিন পাখী;
উড়ে বেড়ায় সে দিন রাত
তার খবর কতটা কে বা রাখি ?

মানুষের হৃদয়ে কোণে;
কত স্মৃতি আরও বিস্মৃতি
কত প্রেম কামনা বাসনা
কখনও ভেজায় চোখের পাতি।

কখনো কতই না আত্মার
কেউ শুনে না সে আর্তনাদ;
নীরব যন্ত্রণা হদয়ের
আবদার অনুরোধ প্রতিবাদ।

তেলাপোকা করে ছটফট
ক্লান্তিতে পড়ে রয় নির্লিপ্ত;
তেমনি ঐ পাথর দেয়াল
যেন কিছু জানে না ওরা ঘুমন্ত।

জটাজালে চলে প্রলয় নৃত্য
তবু যেন মুখর এ পৃথিবী;
কেউ কারো রাখে না খবর
যতই হোক বিলাপ অন্তর্ভেদী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪
    দারুন লাগলো কবি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
    • সাইদুর রহমান ০৭/০৭/২০১৪
      অনেক ধন্যবাদ।
      শুভেচ্ছা নিবেন ইকবাল ভাই।
 
Quantcast