রাজ্যের শ্রেষ্ট মানবীর রূপে
তোমায় নিয়ে ভাবনার জগত জুড়ে যে সুপ্ত গহীন প্রেম স্পন্দনকৃত হৃদয়ে কড়া নাড়ে সুখের নিদ্রায় বেঘোরে স্বপ্ন দিন কি রাত দেখায় আমার চোখ,
আমি মুগ্ধ হই, বারবার যেনো আগলে রাখো আমায় তুমি,কিংবা তোমায় আমি,
হরেক কথার গল্প,গান,কবিতা, নতুবা কিঞ্চিত অভিমান, দেনা-পাওনা পরিশোধ করো কত ফন্দি-ফিকেরে,
দিন শেষে হিসেব নিকেষে সন্ধ্যাও গিলে ফেলি যেনো তুমি আমি গোগ্রাসে, বেশ খানিকটা তৃপ্তি নিয়ে,পরমানন্দে,প্রবল তেষ্টায় গাল বাড়িয়ে ক্ষুদা মেটে কখনোবা তুমি কখনো আমি, নিঃসন্দেহে রাজ্যের শ্রেষ্ট মানবীর রূপে দহন জ্বালাও আমার অন্তর হৃদয় আর মনে,খুব দাগ দিয়ে,মন নামের অক্ষম,নিঃস্ব,অসহায় জায়গাটিতে, গভীর মনযোগে!
আমি মুগ্ধ হই, বারবার যেনো আগলে রাখো আমায় তুমি,কিংবা তোমায় আমি,
হরেক কথার গল্প,গান,কবিতা, নতুবা কিঞ্চিত অভিমান, দেনা-পাওনা পরিশোধ করো কত ফন্দি-ফিকেরে,
দিন শেষে হিসেব নিকেষে সন্ধ্যাও গিলে ফেলি যেনো তুমি আমি গোগ্রাসে, বেশ খানিকটা তৃপ্তি নিয়ে,পরমানন্দে,প্রবল তেষ্টায় গাল বাড়িয়ে ক্ষুদা মেটে কখনোবা তুমি কখনো আমি, নিঃসন্দেহে রাজ্যের শ্রেষ্ট মানবীর রূপে দহন জ্বালাও আমার অন্তর হৃদয় আর মনে,খুব দাগ দিয়ে,মন নামের অক্ষম,নিঃস্ব,অসহায় জায়গাটিতে, গভীর মনযোগে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০সুনিপুণ বস্তুনিষ্ঠ প্রকাশ