মেঘ
ভুলে থাকি
সারাবছর পাতার সাথে খেলি
শুধু,মেঘ দেখলে কি যে হয় আমার--
হাতের পাতা ভরে যায় ভেজা ফুলে ফুলে
বাগানের গাছটাকে দেখো
চিরকাল একইরকম দেখে আসছি ওকে
কখনো দু-একটা পাতা ঝড়ে
কখনো কেমন ধূসর হয়ে যায়
আবার হটাৎ একদিন প্রানোচ্ছল সবুজ হয়ে ওঠে
মেতে ওঠে মনের খুশিতে
সারাবছর সবুজ পাতার সাথে খেলা
অথচ বর্ষার দিন এলে কি যে ব্যথা হয়
সকালে উঠেই দেখি সারারাত বৃষ্টি ঝড়িয়েছে ওর চোখ
দু-এক ফোঁটা ঝড়ছে তখনো
আর সারারাতের কান্না জমে আছে পায়ের কাছে
আমার গলায় ব্যথা করে
চোখ মুছে দেখি
কখন আবার সে মেতেছে সবুজ পাতার খেলায়
আমার কলমেরও শুরু হয় খেলা
নতুন করে
সাদা পাতার সাথে।
সারাবছর পাতার সাথে খেলি
শুধু,মেঘ দেখলে কি যে হয় আমার--
হাতের পাতা ভরে যায় ভেজা ফুলে ফুলে
বাগানের গাছটাকে দেখো
চিরকাল একইরকম দেখে আসছি ওকে
কখনো দু-একটা পাতা ঝড়ে
কখনো কেমন ধূসর হয়ে যায়
আবার হটাৎ একদিন প্রানোচ্ছল সবুজ হয়ে ওঠে
মেতে ওঠে মনের খুশিতে
সারাবছর সবুজ পাতার সাথে খেলা
অথচ বর্ষার দিন এলে কি যে ব্যথা হয়
সকালে উঠেই দেখি সারারাত বৃষ্টি ঝড়িয়েছে ওর চোখ
দু-এক ফোঁটা ঝড়ছে তখনো
আর সারারাতের কান্না জমে আছে পায়ের কাছে
আমার গলায় ব্যথা করে
চোখ মুছে দেখি
কখন আবার সে মেতেছে সবুজ পাতার খেলায়
আমার কলমেরও শুরু হয় খেলা
নতুন করে
সাদা পাতার সাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ১৯/০৬/২০১৫অসাধারণ কবি প্রতিভা রয়েছে কবির । আপনি লিখতে থাকুন ।
-
সাইদুর রহমান ১৭/০৬/২০১৫খু-ব সুন্দর কবিতা।
-
অয়ন রাতুল ১৬/০৬/২০১৫শরতের সাদা মেঘ আমার প্রিয়
-
নিরঝরা ১৬/০৬/২০১৫খুব সুন্দর প্রানভরা কবিতা
-
শুভাশীষ ১৬/০৬/২০১৫আমি এই ধরনের লেখা ভালোবাসি।দারুন হয়েছে
-
আহমাদ মাগফুর ১৪/০৬/২০১৫চমৎকার লিখছেন ভাই!
-
হাসান কাবীর ১৩/০৬/২০১৫সুন্দর
-
মোবারক হোসেন ১৩/০৬/২০১৫মেঘের প্রতি মায়া দেখে আমিও আপনার সাথে জড়িয়ে
গেলাম।ধন্যবাদ। -
T s J ১২/০৬/২০১৫সুন্দর হয়েছে ধন্যবাদ কবি কে