সম্পর্ক
চোখের থেকে দূরে গেলে
মনের থেকে সরে যায় অনেককিছু।
ভেবেছিলাম তাই হবে।
ইঁট-কাঠ-লোহার পৃথিবীতে
ইমারত গড়তে নেমে
হৃদয়পাথর করতেই হয়
করেছিলাম ও তাই
মাথার পিছন দিকে পাঁচিল গেঁথে নিয়েছিলাম
যাতে পিছনে তাকাতে না হয়
যাতে শুধু আগামী বেঁচে থাকে
বাকি সব মুছে যায় জীবন থেকে--
ইমারত গড়া শেষ আর হয় না....
বর্ষার মেঘের মত প্রাণ ঢেলে দিতে দিতে
একসময় সব সাদা....ফ্যাকাশে হয়ে যায়
তখনো দেখি ইমারতের ভিত ই শেষ হয়নি
বড় ক্লান্ত লাগে আজ
মাথার পিছনের পাঁচিল ভেদ করে তাকাই
দেখি
পিছনের সবুজ পথটা সেই একই দিকে যায়....
কিছুই কি বদলায়নি তবে?
মনের গভীরে থেকে গেছে যা
চোখের থেকে দূরে গেলেও
মনের থেকে সরে যায় না তা।
মনের থেকে সরে যায় অনেককিছু।
ভেবেছিলাম তাই হবে।
ইঁট-কাঠ-লোহার পৃথিবীতে
ইমারত গড়তে নেমে
হৃদয়পাথর করতেই হয়
করেছিলাম ও তাই
মাথার পিছন দিকে পাঁচিল গেঁথে নিয়েছিলাম
যাতে পিছনে তাকাতে না হয়
যাতে শুধু আগামী বেঁচে থাকে
বাকি সব মুছে যায় জীবন থেকে--
ইমারত গড়া শেষ আর হয় না....
বর্ষার মেঘের মত প্রাণ ঢেলে দিতে দিতে
একসময় সব সাদা....ফ্যাকাশে হয়ে যায়
তখনো দেখি ইমারতের ভিত ই শেষ হয়নি
বড় ক্লান্ত লাগে আজ
মাথার পিছনের পাঁচিল ভেদ করে তাকাই
দেখি
পিছনের সবুজ পথটা সেই একই দিকে যায়....
কিছুই কি বদলায়নি তবে?
মনের গভীরে থেকে গেছে যা
চোখের থেকে দূরে গেলেও
মনের থেকে সরে যায় না তা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাতী ভট্টাচার্য্য ২২/০৬/২০১৫ধন্যবাদ
-
প্রণব কুসুম দত্ত ২১/০৬/২০১৫সুন্দর।
-
জে এস সাব্বির ১৯/০৬/২০১৫A pure poet can write a pure pure poem. You do that here ,so we can call u a pure poet. Congrats
-
স্বাতী ভট্টাচার্য্য ১৬/০৬/২০১৫ধন্যবাদ বন্ধুরা
-
subhasish singha ১৬/০৬/২০১৫খুব সুন্দর
-
সুপ্রিয় মন্ডল ১৪/০৬/২০১৫স্মৃতি এতো সহজে পেছন ছাড়বে না.
খুব সুন্দর লিখেছেন আপনি . -
স্বাধীন আমিনুল ইসলাম ১২/০৬/২০১৫ভাল লেগেছে কবি,চালিয়ে যান