উত্তরণ
উত্তরণ
লিখে যাই পাতার মর্মরে-
যে নিঃশ্বাস বেদনা ছোঁয়া
চির একাকিনী এসেছিল পৃথিবীতে ,
অনেক সম্ভাবনা নিয়ে,
রয়ে গেলো মেঘে ঢাকা তারা।
জমাট বাঁধা অশ্রু ফল্গুধারা
কান্না হয়ে ঝরেনি নিঝুম রাতে,
হৃদয়ে রক্তপাত পড়েনি কখনও চোখে,
ধূপের মত পুড়ে যেতে যেতে
শান্ত থেকেছে হিমশৈলের মত।
প্রেম আর বিশ্বাস মানবতার ধ্বজা,
তবে কেন এত
কোলাহলের আগ্রাসন-
সম্পর্ক গুলো ভাঙ্গছে প্রতিনিয়ত
নদীতটের মত অতল গহ্বরে,
আড়মোড়া ভাঙে বৈষম্য ক্রমাগত।
গরল ধারণ করে শোণিত দূষণ ,
পাঁকে পাঁকে জড়িয়ে লোলুপ নয়ন-
আর কত পাকদণ্ডী আছে হে বাকি ?
বিলিয়ে দিয়ে নিঃশেষিতা রিক্তা মানবী!
এবার সময় আগত উত্তরণের ।
* স্বাতী বিশ্বাস * ১৯।১১।১৩ * মঙ্গলবার * কোলকাতা *
লিখে যাই পাতার মর্মরে-
যে নিঃশ্বাস বেদনা ছোঁয়া
চির একাকিনী এসেছিল পৃথিবীতে ,
অনেক সম্ভাবনা নিয়ে,
রয়ে গেলো মেঘে ঢাকা তারা।
জমাট বাঁধা অশ্রু ফল্গুধারা
কান্না হয়ে ঝরেনি নিঝুম রাতে,
হৃদয়ে রক্তপাত পড়েনি কখনও চোখে,
ধূপের মত পুড়ে যেতে যেতে
শান্ত থেকেছে হিমশৈলের মত।
প্রেম আর বিশ্বাস মানবতার ধ্বজা,
তবে কেন এত
কোলাহলের আগ্রাসন-
সম্পর্ক গুলো ভাঙ্গছে প্রতিনিয়ত
নদীতটের মত অতল গহ্বরে,
আড়মোড়া ভাঙে বৈষম্য ক্রমাগত।
গরল ধারণ করে শোণিত দূষণ ,
পাঁকে পাঁকে জড়িয়ে লোলুপ নয়ন-
আর কত পাকদণ্ডী আছে হে বাকি ?
বিলিয়ে দিয়ে নিঃশেষিতা রিক্তা মানবী!
এবার সময় আগত উত্তরণের ।
* স্বাতী বিশ্বাস * ১৯।১১।১৩ * মঙ্গলবার * কোলকাতা *
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/০১/২০১৪আপনার কবিতা আমার বরাবরই ভাল লাগে। নিয়মিত লিখেননা কেন?
-
জহির রহমান ১৯/১১/২০১৩ভালো লিখেছেন। শুভেচ্ছা কবি...