চরিত্রহীন
চরিত্রহীন
সর্বাঙ্গ আচ্ছাদিত কার্পাস তন্তু চাদরে
উন্মুক্ত ললাট তলে নিঃস্পৃহ আঁখিতে
দায়বদ্ধতার ছায়া প্রক্ষেপিত।
তবুও প্রলুব্ধিত প্ররোচিত আদিম রোষ!
অন্দরমহল ছাপিয়ে জনসমুদ্রে সন্তরণ
প্রতিকুলতার ঝঞ্ঝার হার্ডল কাটিয়ে
ধ্রুবতারার অবিচলতায় লক্ষ পূরণ।
জীবনচক্রের সমীকরণের নির্ভুল সমাধান।
কর্ম দক্ষতার মূল্যায়নে পাল্লা ওদিকে ভারী,
সুবিচার নেই যতই তুমি কাজ করো নারী।
পিতৃতান্ত্রিক সমাজে আমরা নারী! নই মানবী।
ভোগ্যপণ্য তাই! মাশুল চাই! প্রতিপদে!
আর তাই শাস্তি! অবদমন! জবরদস্তি!
তাই! হ্যাঁ তাই! ধর্ষিতার পরিচিতিতে
অনায়াসে লিখে দিই 'চরিত্রহীন'
কার্পাস আচ্ছাদিতা ব্যবচ্ছেদিতা জনমল্লভূমে।
* স্বাতী বিশ্বাস * কোলকাতা * ৩১।৮।১৩। * শনিবার *
সর্বাঙ্গ আচ্ছাদিত কার্পাস তন্তু চাদরে
উন্মুক্ত ললাট তলে নিঃস্পৃহ আঁখিতে
দায়বদ্ধতার ছায়া প্রক্ষেপিত।
তবুও প্রলুব্ধিত প্ররোচিত আদিম রোষ!
অন্দরমহল ছাপিয়ে জনসমুদ্রে সন্তরণ
প্রতিকুলতার ঝঞ্ঝার হার্ডল কাটিয়ে
ধ্রুবতারার অবিচলতায় লক্ষ পূরণ।
জীবনচক্রের সমীকরণের নির্ভুল সমাধান।
কর্ম দক্ষতার মূল্যায়নে পাল্লা ওদিকে ভারী,
সুবিচার নেই যতই তুমি কাজ করো নারী।
পিতৃতান্ত্রিক সমাজে আমরা নারী! নই মানবী।
ভোগ্যপণ্য তাই! মাশুল চাই! প্রতিপদে!
আর তাই শাস্তি! অবদমন! জবরদস্তি!
তাই! হ্যাঁ তাই! ধর্ষিতার পরিচিতিতে
অনায়াসে লিখে দিই 'চরিত্রহীন'
কার্পাস আচ্ছাদিতা ব্যবচ্ছেদিতা জনমল্লভূমে।
* স্বাতী বিশ্বাস * কোলকাতা * ৩১।৮।১৩। * শনিবার *
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১১/২০১৩নতুন লেখা পাইনা কেন !!?
-
দাদা মুহাইমিন চৌধূরী ৩০/১০/২০১৩এটা পড়ে দেখতে পারেন >>> টু ফিঙ্গার টেস্ট
-
আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩ঋতুপর্ণ ঘোষের 'দহন' ম্যুভিটা দেখেছেন আশা করি...খুব দারুণ করে আপনার কথাটারই প্রতিফলন হয়েছে ওখানে ।
কিভাবে নারীকে অনায়াসেই 'চরিত্রহীন' বলে দেয়া হয় ।
কবিতায় ভালো লাগা রইল স্বাতী । -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩খুবই গভীর চেতনামূলক কথা।সত্যিই তো। অনায়াসে লিখে দেই "চরিত্রহীন "।একটি চরম সত্য তুলে এনেছেন কবিতা য়।ধন্যবাদ।শুভেচ্ছা এবং শুভকামনা।
-
প্রবাসী পাঠক ২২/১০/২০১৩সাম্যের গান গাই -
আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
নজরুলের চেতনা আমাদের সমাজ ধারন করলেই এই সমস্যার সমাধান হবে। -
সুবীর কাস্মীর পেরেরা ২২/১০/২০১৩খুব ভাল লাগল স্বাথী দি
-
সহিদুল হক ২২/১০/২০১৩অসাধারণ!