রাধা
রাধা
-----
মিছে বন্ধন
তাই ক্রন্দন
ডুবে হতাশায়।
মেঘ গুরু গুরু
মন উড়ু উড়ু
বসে তার আশায়।
আঁখি ছল ছল
ধ্রব জ্বল জ্বল
আলো নিশানায়।
বারি ঝর ঝর
নাই ভয় ডর
থাকি ভরসায়।
ভাসে বুদ বুদ
হিয়া ডুব ডুব
তার ই ভাবনায়।
গান গুন গুন
তোড়া রুন ঝুন
দূরে শোনা যায়।
বাঁশি মূলতান
সপি মন প্রাণ
ঘরে থাকা দায়।
নীল অঞ্জন
মৃদু কম্পন
ধানি ওড়নায়।
ঝরে নির্ঝর
পাতা মর্মর
অভিসারে যায়।
------------------------
স্বাতী বিশ্বাস, কোলকাতা।
১৯/০৭/১৩ , শুক্রবার।
-----------------------
-----
মিছে বন্ধন
তাই ক্রন্দন
ডুবে হতাশায়।
মেঘ গুরু গুরু
মন উড়ু উড়ু
বসে তার আশায়।
আঁখি ছল ছল
ধ্রব জ্বল জ্বল
আলো নিশানায়।
বারি ঝর ঝর
নাই ভয় ডর
থাকি ভরসায়।
ভাসে বুদ বুদ
হিয়া ডুব ডুব
তার ই ভাবনায়।
গান গুন গুন
তোড়া রুন ঝুন
দূরে শোনা যায়।
বাঁশি মূলতান
সপি মন প্রাণ
ঘরে থাকা দায়।
নীল অঞ্জন
মৃদু কম্পন
ধানি ওড়নায়।
ঝরে নির্ঝর
পাতা মর্মর
অভিসারে যায়।
------------------------
স্বাতী বিশ্বাস, কোলকাতা।
১৯/০৭/১৩ , শুক্রবার।
-----------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ৩০/১০/২০১৩সুকুমার রায়ের কথা মনে পড়ে গেল। খুব ভাল লেগেছে কবিতাটা
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১০/২০১৩অনবদ্য স্বাথী দি
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১০/২০১৩অসম্ভব চমৎকার একটি ছন্দময় কবিতা। খুবই ভালো লাগলো। শব্দ চয়ন এবং ভাষার ব্যবহার খুব ভালো হয়েছে। ধন্যবাদ কবি এতো সুন্দর কবিতার জন্য।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১০/১০/২০১৩খুব সুন্দর।
আমার রাধা নামে বাঁধা কানুর ঐ যে বংশীধ্বনি।
ডাকে রাধে রাধে রাধে রাধে রাধাকান্তমণি। -
মীর শওকত ১০/১০/২০১৩খুব গভীর ভাবনার প্রকাশ ঘটেছে কবিতায়
-
Înšigniã Āvî ১০/১০/২০১৩অসাধারণ.....