কাজলা দিদি
কাজলা দিদি
কাজলা দিদি কেমন আছো তোমার শোলোক নিয়ে
অনেক দিন লুকিয়ে আছো আমায় ফাঁকি দিয়ে।
কাজলা দিদি তোমার সাথে মাঠে লুটোপুটি
শাপলা বিলে জল ছিটিয়ে মিষ্টি হুটোপুটি।
শ্যামলা গায়ে লাল ডুরেতে জড়িয়ে নিতে গা
কাজলা হরিণ চোখ দুটিতে ছড়িয়ে মমতা।
রাতের কালোয় স্বপ্নবোনা জোনাক মালায় গাঁথা,
হাস্নুহেনার গন্ধে মাতাল জড়িয়ে নকশী কাঁথা।
ভোর না হতেই ফুল কুড়িয়ে ভরতে আঁচলখানি
আনন্দেতে থাকতো ভরে মোদের আবাসখানি।
বৃষ্টি মাথায় মাঝ দুপুরে জলায় মাছ ধরা,
বটের ঝু্রির দোলনা চড়ে মন পাখিটি ওড়া।
তালের ডোঙায় নদী নালায় ছপাৎ ছপাৎ জল
বাঁশের বাঁশি গঙ্গা ফড়িং পদ্ম পাতায় জল।
দিন যে গড়ায় বছর গড়ায় এলেনা আর ফিরে
স্বপ্ন কিশোর হারিয়ে গেলো বাস্তবতার ভিড়ে।
আকাশগাঙ পেড়িয়ে অনেক আলোকবর্ষ দূরে
কাজলা দিদি থাকো তুমি সবার হৃদয় জুড়ে।
------------------------
স্বাতী বিশ্বাস, কোলকাতা
২৫ জুলাই, ২০১৩।
বৃহস্পতি বার
-----------------------
কাজলা দিদি কেমন আছো তোমার শোলোক নিয়ে
অনেক দিন লুকিয়ে আছো আমায় ফাঁকি দিয়ে।
কাজলা দিদি তোমার সাথে মাঠে লুটোপুটি
শাপলা বিলে জল ছিটিয়ে মিষ্টি হুটোপুটি।
শ্যামলা গায়ে লাল ডুরেতে জড়িয়ে নিতে গা
কাজলা হরিণ চোখ দুটিতে ছড়িয়ে মমতা।
রাতের কালোয় স্বপ্নবোনা জোনাক মালায় গাঁথা,
হাস্নুহেনার গন্ধে মাতাল জড়িয়ে নকশী কাঁথা।
ভোর না হতেই ফুল কুড়িয়ে ভরতে আঁচলখানি
আনন্দেতে থাকতো ভরে মোদের আবাসখানি।
বৃষ্টি মাথায় মাঝ দুপুরে জলায় মাছ ধরা,
বটের ঝু্রির দোলনা চড়ে মন পাখিটি ওড়া।
তালের ডোঙায় নদী নালায় ছপাৎ ছপাৎ জল
বাঁশের বাঁশি গঙ্গা ফড়িং পদ্ম পাতায় জল।
দিন যে গড়ায় বছর গড়ায় এলেনা আর ফিরে
স্বপ্ন কিশোর হারিয়ে গেলো বাস্তবতার ভিড়ে।
আকাশগাঙ পেড়িয়ে অনেক আলোকবর্ষ দূরে
কাজলা দিদি থাকো তুমি সবার হৃদয় জুড়ে।
------------------------
স্বাতী বিশ্বাস, কোলকাতা
২৫ জুলাই, ২০১৩।
বৃহস্পতি বার
-----------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২৬/০৯/২০১৩বাঃ,,কাজলাদিদি'-কে নিয়ে আবার একটা সুন্দর কবিতা!
-
পল্লব দত্ত গুপ্ত ২০/০৯/২০১৩খুব ভাল লিখেছো স্বাতি...।!!
সাত্যি ই খুব সুন্দর ভাবে বাল্যকাল মনে পরে গেল... -
সুবীর কাস্মীর পেরেরা ২০/০৯/২০১৩দারুণ
-
Înšigniã Āvî ২০/০৯/২০১৩বাহ.......
খুব ভাল লাগলো