বিচারের বাণী নীরবে কাঁদে
২১ বছর ধরে বিচারের অপেক্ষায় রয়েছে বানিয়ারচর কাথলিক গির্জায় বোমা হামলায় নিহতের স্বজনরা। বছরের পর বছর যায় কিন্তু এখনো কোনো চার্জশীট দাখিল করা হয়নি সেই নরকীয় হত্যাযজ্ঞের। বিচারের বাণী নীরবে কাঁদে।
বানিয়ারচর ও নাটোরের সুনীল হত্যার বিচারের দাবিতে ৫ জুন, সন্ধ্যায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এক বিক্ষোভ সমাবেশ ও আলোর মিছিলের আয়োজন করে।
বানিয়ারচর ও নাটোরের সুনীল হত্যার বিচারের দাবিতে ৫ জুন, সন্ধ্যায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এক বিক্ষোভ সমাবেশ ও আলোর মিছিলের আয়োজন করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৭/২০২৩বেদনাদায়ক ঘট্না
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০৪/২০২৩ুঃখজনক
-
সুমিতাংশু দোয়শী ১৫/০৭/২০২২বিচার ব্যাবস্থা যখন সুবিচার দিতে ব্যার্থ তখন সাধারণ মানুষ কোথায় যাবে?
-
বোরহানুল ইসলাম লিটন ১২/০৬/২০২২দুঃখজনক!
-
আব্দুর রহমান আনসারী ১১/০৬/২০২২Justice delayed justice denied, very shocking newd