হায়রে ট্রাফিক জ্যাম
আমার বাসা ঢাকার মধুবাগে। আর অফিস পূর্ব তেজতুরীবাজারে। প্রতিদিন বাসা থেকে বের হয়ে প্রথম জ্যাম পড়ে মধুবাগ চক্রাকার বাস স্ট্যান্ড-এর সন্মুখভাগে। পরে চক্রাকার বাসের জন্য লাইন ধরে অপেক্ষা। বাসে উঠার পর একটু স্বস্তির নি:শ্বাস ফেলতে না ফেলতেই রেড ক্রিসেন্টের মোড় পাড় হয়ে সামনের রাস্তায় বিরাট জ্যাম। এই জ্যামের পাহাড় পাড় হয়ে ক্ষাণিক বাদে বাস স্ট্যান্ডে নামা। নামার পর রিক্সা নিয়ে সাতরাস্তা হয়ে তেজতুরীবাজারের দিকে যাত্রা। রিক্সা সাত রাস্তায় এসে থেমে যায় অন্তত ১০/১২ মিনিটের জন্য। তারপর সামনে এসে রেল গেইট পড়লে আরও চলে যায় ১০ মিনিট। এভাবে ১৫ মিনিটের পথ পার হতে লাগে ১ ঘন্টা বা তারও বেশী। হায়রে ট্রাফিক জ্যাম ! আর সহ্য হয় না !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৭/১১/২০২১জ্যামে জ্যামে জীবন শেষ।
-
রিয়াজুল করিম সিকদার ০৭/১০/২০২১বর্তমান পরিস্থিতির জন্য একমাত্র দায়ী আমরা সাধরন পাবলিকরা। আমরা নিজেরা সচেতন না হলে কখনো এসমস্ত পরিস্থিতির সঠিক ব্যবস্থা করা সম্ভব হবে না।
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৯/২০২১জনসংখ্যা বেশি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৯/২০২১সুন্দর বক্তব্য।
-
মাহতাব বাঙ্গালী ২২/০৯/২০২১জ্যামে জ্যামে জীবন কালান্তরে !