ইস্কুল খুইলাছে
সারাদেশে খুলে গেছে আমাদের ইস্কুল,
সকালে ইস্কুলে যেতে হয় না কোন ভুল।
আঠারো মাস পর, শত ছাত্রের পদচারনা ,
ইস্কুল ভুলে গেছে, যত ছিলো তার বেদনা।
রাস্তাগুলো সব পেয়েছে আগের রূপ,
শিক্ষার্থীরা লেখাপড়ায় দিয়েছে মন খুব।
করোনা-ডেঙ্গুর কথা রাখবো সবে স্মরণ,
স্বাস্থ্যবিধি মেনে রুখবো অকাল-মরণ।।
সকালে ইস্কুলে যেতে হয় না কোন ভুল।
আঠারো মাস পর, শত ছাত্রের পদচারনা ,
ইস্কুল ভুলে গেছে, যত ছিলো তার বেদনা।
রাস্তাগুলো সব পেয়েছে আগের রূপ,
শিক্ষার্থীরা লেখাপড়ায় দিয়েছে মন খুব।
করোনা-ডেঙ্গুর কথা রাখবো সবে স্মরণ,
স্বাস্থ্যবিধি মেনে রুখবো অকাল-মরণ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২২/১১/২০২১চেতনাময় লেখা
-
সুব্রত ভৌমিক ১৮/০৯/২০২১হয়ে যাক্ সব স্কুল 'নরমাল'
শেষ হোক লেখাপড়ার গোলমাল।
কবির সুন্দর ভাবনার জন্য শুভেচ্ছা। -
Md. Rayhan Kazi ১৫/০৯/২০২১বাহ্ চমৎকার লেখনী
-
জামাল উদ্দিন জীবন ১৫/০৯/২০২১বেশ
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২১Good