চলেই যেতে হবে একেবারে চিরতরে
একদিন তো চলেই যেতে হবে একেবারে, চিরতরে,
সঙ্গে তো যাবে না কিছুই,
না যাবে ধন-সম্পদ, না যাবে সম্মান, যশ:
শুধু নিথর একটি দেহ রবে, যা মিশে যাবে এই মাটিতেই,
তাহলে তো আদতে থাকবে না কিছুই !
প্রিয়জন ক্ষণিকের বিলাপ করবে বা করবে না,
এমনও হতে পারে প্রিয়জন কাছেও থাকবে না,
তার পরেও চলেই যেতে হবে একেবারে, চিরতরে।
-স্বপন রোজারিও (মাইকেল), 10/09/21
সঙ্গে তো যাবে না কিছুই,
না যাবে ধন-সম্পদ, না যাবে সম্মান, যশ:
শুধু নিথর একটি দেহ রবে, যা মিশে যাবে এই মাটিতেই,
তাহলে তো আদতে থাকবে না কিছুই !
প্রিয়জন ক্ষণিকের বিলাপ করবে বা করবে না,
এমনও হতে পারে প্রিয়জন কাছেও থাকবে না,
তার পরেও চলেই যেতে হবে একেবারে, চিরতরে।
-স্বপন রোজারিও (মাইকেল), 10/09/21
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১১/০৯/২০২১সুন্দর ভাবনার অবতারণা করেছেন
-
সুব্রত ভৌমিক ১১/০৯/২০২১পৃথিবীতে সবাই 'ট্যুরিস্ট'
ফেরার টিকিট কাটাই আছে
'ডেট ফিকস্ট'। -
ফয়জুল মহী ১০/০৯/২০২১Right