আগে কি সুন্দর দিন কাটাইতাম (১০৭)
হোলা বা পাটকাঠীর ব্যবহার
পাটকাঠীকে আমরা বলতাম হোলা। এই হোলা খুবই প্রয়োজনীয় বস্তু ছিলো আমাদের নিকট। জ্বালানী হিসেবে ব্যবহারে এই হোলার জুড়ি নেই। তীর হিসেবে ব্যবহার করতাম এই হোলা। এই হোলার ভিতরে ফাঁকা। ডাবের ভিতরে হোলা ঢুকিয়ে দিতাম এক চুমুক। আর এমনি করে ডাবের পানি চলে আসতো মুখের ভিতরে। হোলার অগ্রভাগে আংটা লাগিয়ে চালাতাম চাকা। ছোট বেলায় হোলা ছোট ছোট করে কেটে বানাতাম সিগারেট আর এর অগ্রভাগে আগুন লাগিয়ে মনের সুখে দিতাম লম্বা করে টান। অনেক সময় হোলা বেত/লাঠি হিসেবে ব্যবহার করতাম। বিপদের দিনে আবার এই হোলা বিক্রি করে সেই টাকা দিয়ে হতাম বিপদমুক্ত। এই হোলার গুণাগুন বলে শেষ করা যাবে না !
পাটকাঠীকে আমরা বলতাম হোলা। এই হোলা খুবই প্রয়োজনীয় বস্তু ছিলো আমাদের নিকট। জ্বালানী হিসেবে ব্যবহারে এই হোলার জুড়ি নেই। তীর হিসেবে ব্যবহার করতাম এই হোলা। এই হোলার ভিতরে ফাঁকা। ডাবের ভিতরে হোলা ঢুকিয়ে দিতাম এক চুমুক। আর এমনি করে ডাবের পানি চলে আসতো মুখের ভিতরে। হোলার অগ্রভাগে আংটা লাগিয়ে চালাতাম চাকা। ছোট বেলায় হোলা ছোট ছোট করে কেটে বানাতাম সিগারেট আর এর অগ্রভাগে আগুন লাগিয়ে মনের সুখে দিতাম লম্বা করে টান। অনেক সময় হোলা বেত/লাঠি হিসেবে ব্যবহার করতাম। বিপদের দিনে আবার এই হোলা বিক্রি করে সেই টাকা দিয়ে হতাম বিপদমুক্ত। এই হোলার গুণাগুন বলে শেষ করা যাবে না !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৯/২০২১আমরা বলি শোলা।
-
আলমগীর সরকার লিটন ০৭/০৯/২০২১হু আমরা শিনটা বলতাম ---------