আমার ঢাকা (২)
অতীতে ঢাকায় জনমানুষ ছিলো কম। চলাফেরা করে অনেক স্বস্তি পাওয়া যেত। অনেক মাঠ ছিলো- ছিলো ঘাট। ছিলো সবুজের সমারোহ, বন-বনানী। শিয়ালের ডাক, পাখির কলরব। এখন তার ছিটেফোঁটাও নাই। এখন ঢাকা সেজেছে ইটের পর ইট দিয়ে এবং তার ভিতর মানুষ হয়েছে কীট। স্বস্তির নি:শ্বাসের জন্য নাই কোন খালি জায়গা। নাই কোন বিনোদন কেন্দ্র (পার্ক)। অতীতে ঢাকায় পার্ক ছিলো, ছিলো নি:শ্বাস নেয়ার পর্যাপ্ত জায়গা। ঢাকার পার্কগুলো অনেকটা বেদখল হয়ে গেছে। ঢাকাকে বাসযোগ্য করার জন্য অচিরেই ফিরিয়ে আনতে হবে পার্কের সৌন্দর্য্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৯/২০২১ঢাকা এখন জরাজীর্ণ।
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৯/২০২১সময়ের ফেরে সবই হারিয়ে গেছে।