www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার ঢাকা (২)

অতীতে ঢাকায় জনমানুষ ছিলো কম। চলাফেরা করে অনেক স্বস্তি পাওয়া যেত। অনেক মাঠ ছিলো- ছিলো ঘাট। ছিলো সবুজের সমারোহ, বন-বনানী। শিয়ালের ডাক, পাখির কলরব। এখন তার ছিটেফোঁটাও নাই। এখন ঢাকা সেজেছে ইটের পর ইট দিয়ে এবং তার ভিতর মানুষ হয়েছে কীট। স্বস্তির নি:শ্বাসের জন্য নাই কোন খালি জায়গা। নাই কোন বিনোদন কেন্দ্র (পার্ক)। অতীতে ঢাকায় পার্ক ছিলো, ছিলো নি:শ্বাস নেয়ার পর্যাপ্ত জায়গা। ঢাকার পার্কগুলো অনেকটা বেদখল হয়ে গেছে। ঢাকাকে বাসযোগ্য করার জন্য অচিরেই ফিরিয়ে আনতে হবে পার্কের সৌন্দর্য্য।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ২৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast