সকালের গান
সকালে উঠে আমি
করি একটি পণ,
অসদ্ বাক্যে সারাদিন
না মজাই মন।
ছোট একটি ভালো কাজ
করি মোরা দিনে,
প্রশান্তির মধুবার্তা
বাজবে হৃদ-বীণে।।
(মধুবাগ, ঢাকা, ১৮ আগষ্ট, ২১, সকাল ৮টা ২০)
করি একটি পণ,
অসদ্ বাক্যে সারাদিন
না মজাই মন।
ছোট একটি ভালো কাজ
করি মোরা দিনে,
প্রশান্তির মধুবার্তা
বাজবে হৃদ-বীণে।।
(মধুবাগ, ঢাকা, ১৮ আগষ্ট, ২১, সকাল ৮টা ২০)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ২০/০৮/২০২১সুন্দর আকুতিতে অপূর্ব উপস্থাপণ।
-
আমান শেখ ১৯/০৮/২০২১সুন্দর লিখেছেন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০৮/২০২১সুন্দর কামনা।
-
আলমগীর সরকার লিটন ১৯/০৮/২০২১বাহ সুন্দর
-
ফয়জুল মহী ১৮/০৮/২০২১সুন্দর শব্দ বুনন ও বাক্যবিন্যাস
-
অভিজিৎ হালদার ১৮/০৮/২০২১ভালো