সাদা মন
চলছে জাতীয় দিবসের শোক,
নীরবে কান্না রত মোর দু’চোখ।
মৃত্যুর আরো খবর আসছে ধেয়ে,
কি হবে ভাই মিথ্যার সাগর বেয়ে?
সদ্ পথে চললে মরণে নাই ভয়,
হবে হবে একদিন মৃত্যুর পরাজয়।
বিপথগামীদের হবে শুধুই ভরাডুবি,
তাদের তরে অলো দেবে নাকো রবি।
সময় থাকতে তোমার মন রাখো সাদা
স্রষ্টার নৈকট্য লাভে থাকবে না বাঁধা।।
(ঢাকা, ১৫ আগষ্ট, ২০২১)
নীরবে কান্না রত মোর দু’চোখ।
মৃত্যুর আরো খবর আসছে ধেয়ে,
কি হবে ভাই মিথ্যার সাগর বেয়ে?
সদ্ পথে চললে মরণে নাই ভয়,
হবে হবে একদিন মৃত্যুর পরাজয়।
বিপথগামীদের হবে শুধুই ভরাডুবি,
তাদের তরে অলো দেবে নাকো রবি।
সময় থাকতে তোমার মন রাখো সাদা
স্রষ্টার নৈকট্য লাভে থাকবে না বাঁধা।।
(ঢাকা, ১৫ আগষ্ট, ২০২১)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/০৮/২০২১Respect
-
অভিজিৎ হালদার ১৬/০৮/২০২১Valo
-
আলমগীর সরকার লিটন ১৬/০৮/২০২১বিনম্র শ্রদ্ধা জানাই