জাতির পিতা বঙ্গবন্ধু
বাংলাদেশের প্রতিটি মাটিকণায় বঙ্গবন্ধু মিশে আছে ,
পাখির কলকাকলি, সে তো শেখ মুজিবেরই কণ্ঠস্বর,
কৃষকের হাসির মধ্যেও বঙ্গবন্ধুর হাসি,
দু:খী মানুষের কষ্টে শুনি মুজিবের আর্তনাদ,
সবুজ শ্যামলিমায় ভেসে উঠে শুধু তাঁরই প্রতিকৃতি,
পাল তোলা নৌকায় তোমারই প্রতিচ্ছবি,
নদী-নালা-খাল-বিল সবকিছুতেই তো তুমি বঙ্গবন্ধু,
শিশুদের গল্পে তুমি আছো,
দিনমজুরের কণ্ঠে শুনি তোমার গান,
তোমার ছবি দেখি বিলের শাপলায়, পদ্মফুলে,
তোমার অস্তিত্ব দেখি আমি সারা বাংলায়,
আর মানচিত্র, দেশ, সে তো তোমারই অবদানে।
কে বলেছে তুমি নাই?
স্বশরীরে তুমি নাই তা সত্য হলেও
তুমি তো রয়েছো কোটি মানুষের হৃদয়ের মনিকোঠায়।
পাখির কলকাকলি, সে তো শেখ মুজিবেরই কণ্ঠস্বর,
কৃষকের হাসির মধ্যেও বঙ্গবন্ধুর হাসি,
দু:খী মানুষের কষ্টে শুনি মুজিবের আর্তনাদ,
সবুজ শ্যামলিমায় ভেসে উঠে শুধু তাঁরই প্রতিকৃতি,
পাল তোলা নৌকায় তোমারই প্রতিচ্ছবি,
নদী-নালা-খাল-বিল সবকিছুতেই তো তুমি বঙ্গবন্ধু,
শিশুদের গল্পে তুমি আছো,
দিনমজুরের কণ্ঠে শুনি তোমার গান,
তোমার ছবি দেখি বিলের শাপলায়, পদ্মফুলে,
তোমার অস্তিত্ব দেখি আমি সারা বাংলায়,
আর মানচিত্র, দেশ, সে তো তোমারই অবদানে।
কে বলেছে তুমি নাই?
স্বশরীরে তুমি নাই তা সত্য হলেও
তুমি তো রয়েছো কোটি মানুষের হৃদয়ের মনিকোঠায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৮/২০২১দারুণ
-
তাবেরী ১৫/০৮/২০২১দারুণ
-
অভিজিৎ হালদার ১৫/০৮/২০২১সুন্দর ভাবনা