www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এলোমেলো ও তারপরেও আশা জাগে

এলোমেলো

কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গেছে
সব কিছু যেন উদ্দেশ্যহীন, লোক দেখানো..
কেন যেন মরিচিকার পিছনে ছুটছি আমরা, ক্লান্ত হচ্ছি
সারাটা দিন কঠিন ঘাম ঝরাচ্ছি ঠিকই
আর দিন শেষে ঘরে ফিরছি ‘শূণ্য’ নিয়ে।
‘নায়ক’ হবার তীব্র বাসনা নিয়ে আমরা আসি
মানুষের অকৃত্রিম ভালোবাসও পাই
কিন্তু কিছু দিন পরে কিসের মোহে যেন-
চলে যাই লোকচক্ষুর একেবারে অন্তরালে
জীবন পরিপূর্ণ করি অবৈধতায়
শুরু করি বিলাসী জীবন
যেন রাজ্যহীন সম্রাট ও মহারাজ
কিন্তু রাজ্য না থাকলে, জনহীন, গণহীন কি রাজা হওয়া যায়??
সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে
সব কিছু যেন ঘোষণা দিয়ে করছি-
টিভিতে আসার জন্য,
সব কিছু এলোমেলো হলে দেশ চলবে কেমন করে??

তারপরেও আশা জাগে

মানুষ জানে একদিন তার শেষ আছে
তারপরেও অমরত্ব লাভের কি দুরন্ত আকাঙ্খা?
হতে চায় রবি, কখনো বা নজরুল, মিলটন....
ভিন ভাষায় সাহিত্য রচনায় মাইকেল উড়াল দেয় বিলেতে
এগুলোতো সব আশার জন্যই করে মানুষ।
আশার চেয়ে বড় মানুষের জীবনে নাই কিছু আর।
মানুষ শুধু নিজের জীবনকে নিয়ে আশা বাঁধে না
আশা বড়-বিস্তর. মহামূল্যবান
এই আশা থাকে সন্তানকে নিয়ে, সমাজ নিয়েও
আশাহীন মানুষ জড় পদার্থসম।
আশা মানুষের সবসময় কিন্তু পূরণও হয় না
তারপরেও আশা থেকে যায়।
মাটি খুঁড়ে সবসময় স্বর্ণখনি না পেলেও-
মানুষ মাটি খুঁড়ছে অনন্তকাল আশারই জন্যে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast