সমবায় ভাবনা - (৩১-৩২)
সমবায় ভাবনা - ৩১
সমবায়ে সদস্যদের দায়িত্ব
সমবায় বা ক্রেডিট ইউনিয়নের মালিক এর সদস্যগণ। মালিক হিসেবে সদস্যদের নিম্নলিখিত দায়িত্ব পালন করতে হয়।
১। নিয়মিত আর্থিক লেনদেন করা অর্থাৎ নিয়মিত শেয়ার ও সঞ্চয়ের টাকা জমা করা।
২। বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণপূর্বক মতামত ব্যক্ত করা।
৩। সঠিক নেতৃত্ব নির্বাচন করা।
৪। উৎপাদনশীল খাতে ঋণ নেয়া ও তা নিয়মিত পরিশোধ করা।
৫। যোগ্য সদস্যকে জামিন দিয়ে সহযোগিতা করা।
৬। পরিচিত খ্রীষ্টভক্তকে সমিতির সদস্য হতে সহযোগিতা করা।
৭। সমিতির বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত থাকার জন্য নোটিশ বোর্ড দেখা।
৮। সমিতি সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য সমিতিতেই যোগাযোগ করা।
৯। সমিতির কোন বুলেটিন বা পত্রিকা থাকলে তা পড়া।
১০। সমিতির স্মরণিকা পড়া ও সংগ্রহে রাখা।
১১। সমিতির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা ও সংশ্লিষ্ট থাকা।
১২। যে কোন বিষয়ে অন্য সদস্যকে যথাসম্ভব সহযোগিতা করা।
সমবায় ভাবনা - ৩২
সমবায়ে সদস্যদের যা করা সঠিক নয়
সমবায় বা ক্রেডিট ইউনিয়নের মালিক এর সদস্যগণ। মালিক হিসেবে সদস্যদের কিছু দায়িত্ব আছে যা পূর্বে উল্লেখ করা হয়েছে। তবে কিছু বিষয় আছে যা সদস্যদের বর্জন করা উচিত। নিম্নলিখিত বিষয় সদস্যদের বর্জন করা উচিত।
১। অসৎ নেতৃত্ব নির্বাচন করা।
২। অনুৎপাদনশীল খাতে ও অসত্য তথ্য দিয়ে ঋণ নেয়া।
৩। নিয়মিত ঋণ পরিশোধ না করা।
৪। যোগ্য সদস্যকে জামিন না দেয়া।
৬। সমিতিতে নিয়মিত যোগাযোগ না রাখা।
৭। আর্থিক সমস্যা হলে সমিতিতে যোগাযোগ না করা।
সমবায়ে সদস্যদের দায়িত্ব
সমবায় বা ক্রেডিট ইউনিয়নের মালিক এর সদস্যগণ। মালিক হিসেবে সদস্যদের নিম্নলিখিত দায়িত্ব পালন করতে হয়।
১। নিয়মিত আর্থিক লেনদেন করা অর্থাৎ নিয়মিত শেয়ার ও সঞ্চয়ের টাকা জমা করা।
২। বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণপূর্বক মতামত ব্যক্ত করা।
৩। সঠিক নেতৃত্ব নির্বাচন করা।
৪। উৎপাদনশীল খাতে ঋণ নেয়া ও তা নিয়মিত পরিশোধ করা।
৫। যোগ্য সদস্যকে জামিন দিয়ে সহযোগিতা করা।
৬। পরিচিত খ্রীষ্টভক্তকে সমিতির সদস্য হতে সহযোগিতা করা।
৭। সমিতির বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত থাকার জন্য নোটিশ বোর্ড দেখা।
৮। সমিতি সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য সমিতিতেই যোগাযোগ করা।
৯। সমিতির কোন বুলেটিন বা পত্রিকা থাকলে তা পড়া।
১০। সমিতির স্মরণিকা পড়া ও সংগ্রহে রাখা।
১১। সমিতির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা ও সংশ্লিষ্ট থাকা।
১২। যে কোন বিষয়ে অন্য সদস্যকে যথাসম্ভব সহযোগিতা করা।
সমবায় ভাবনা - ৩২
সমবায়ে সদস্যদের যা করা সঠিক নয়
সমবায় বা ক্রেডিট ইউনিয়নের মালিক এর সদস্যগণ। মালিক হিসেবে সদস্যদের কিছু দায়িত্ব আছে যা পূর্বে উল্লেখ করা হয়েছে। তবে কিছু বিষয় আছে যা সদস্যদের বর্জন করা উচিত। নিম্নলিখিত বিষয় সদস্যদের বর্জন করা উচিত।
১। অসৎ নেতৃত্ব নির্বাচন করা।
২। অনুৎপাদনশীল খাতে ও অসত্য তথ্য দিয়ে ঋণ নেয়া।
৩। নিয়মিত ঋণ পরিশোধ না করা।
৪। যোগ্য সদস্যকে জামিন না দেয়া।
৬। সমিতিতে নিয়মিত যোগাযোগ না রাখা।
৭। আর্থিক সমস্যা হলে সমিতিতে যোগাযোগ না করা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাগ্রত যুবক ১৩/০৭/২০২১বাহ এখানেও আপনার অভিজ্ঞতা প্রকাশ করেছেন
-
আরিফ আহমেদ খান ১৩/০৭/২০২১দারুন
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৭/২০২১সমবায় দেশের জন্য মঙ্গল।