সমবায় ভাবনা - ২৭
সমবায়ে জবাবদিহিতা
সমবায়ে জবাবদিহিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি সমবায়ের পরিচালনাগত স্বচ্ছতা নির্ভর করে সদস্যদের প্রতি সেই প্রতিষ্ঠানের জবাবদিহিতার উপর। সদস্যদের জবাবদিহিতা দেয়ার প্রধান জায়গা হল সমিতির বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভা সদস্যদের দিন। সেই দিন সদস্যগণ নির্বাচিত কর্মকর্তাদের নিকট থেকে তাদের হিসাব বুঝে নেন। আর নির্বাচিত কর্মকর্তাগণ সেই দিন সদস্যদের তাদের হিসাব বুঝিয়ে দেন। বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন কোন সমিতির দর্পনস্বরূপ। কোন সমিতি কি অবস্থায় আছে তা সেই সমিতির বার্ষিক প্রতিবেদনে চিত্রিত হয়। বিশেষ করে বার্ষিক প্রতিবেদনের হিসাবের অংশ সমিতির প্রকৃত চিত্র তুলে ধরে। কোন সমিতির বার্ষিক সাধারণ সভা নিয়মিত অনুষ্ঠিত হলে সেই সমিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে বলে ধরে নেয়া হয়।
সমবায়ে জবাবদিহিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি সমবায়ের পরিচালনাগত স্বচ্ছতা নির্ভর করে সদস্যদের প্রতি সেই প্রতিষ্ঠানের জবাবদিহিতার উপর। সদস্যদের জবাবদিহিতা দেয়ার প্রধান জায়গা হল সমিতির বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভা সদস্যদের দিন। সেই দিন সদস্যগণ নির্বাচিত কর্মকর্তাদের নিকট থেকে তাদের হিসাব বুঝে নেন। আর নির্বাচিত কর্মকর্তাগণ সেই দিন সদস্যদের তাদের হিসাব বুঝিয়ে দেন। বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন কোন সমিতির দর্পনস্বরূপ। কোন সমিতি কি অবস্থায় আছে তা সেই সমিতির বার্ষিক প্রতিবেদনে চিত্রিত হয়। বিশেষ করে বার্ষিক প্রতিবেদনের হিসাবের অংশ সমিতির প্রকৃত চিত্র তুলে ধরে। কোন সমিতির বার্ষিক সাধারণ সভা নিয়মিত অনুষ্ঠিত হলে সেই সমিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে বলে ধরে নেয়া হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৭/২০২১ভালো কথা।