বৃষ্টি মুখর দিন
বৃষ্টি মুখর দিন
বাজে মধু বীণ।
বৃষ্টি ঝরা কান্না
সাত রঙা রান্না
খিঁচুরী ও ঝোল
পেটে বাঁধে গোল।
ছোট্টমনির বাহানা
এনে দাও আয়না।
বৃষ্টি ভেজা ঘুম
নেই কাজের ধুম।
হায়রে মজার বৃষ্টি
দেয় প্রশান্ত দৃষ্টি।
বাজে মধু বীণ।
বৃষ্টি ঝরা কান্না
সাত রঙা রান্না
খিঁচুরী ও ঝোল
পেটে বাঁধে গোল।
ছোট্টমনির বাহানা
এনে দাও আয়না।
বৃষ্টি ভেজা ঘুম
নেই কাজের ধুম।
হায়রে মজার বৃষ্টি
দেয় প্রশান্ত দৃষ্টি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ০৭/০৭/২০২১দারুণ ছন্দ - ছড়া।
-
মঈনুল ইসলাম ০৬/০৭/২০২১বাহ্ দারুন লাগলো।
শুভকামনা রইলো কবি। -
অভিজিৎ হালদার ০৪/০৭/২০২১ভালো অনুভূতি
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৭/২০২১সুন্দর লেখা ।
-
রেদওয়ান আহমেদ বর্ণ ০৪/০৭/২০২১অনিন্দ্যসুন্দর কথামালা