ফেসবুক
ফেসবুক, ফেসবুক,
তুমি মোর আয়না,
তোমার বুকে লিখে লিখে
দিন যে আমার য়ায় না।
সারাদিন যোগাযোগ রক্ষায়
তোমার নাই কোন জুরি,
তাইতো সারাটা দিন
তোমার পিছনে ঘুরি।
ছবি তুলে, ভিডিও করে
তোমায় দেই ছাড়ি,
মানুষের ভালোবাসা আর
লাইক পাই কারি কারি।
ফেসবুকের ব্যবহারে
হই মোরা যত্মবান,
তবেই এই ফেসবুক মোদের
বাড়াবে সম্মান।
ফেসবুকের অপব্যবহার
যদি আমরা করি,
হায় হায় হে মানুষ
লজ্জাতে যে মরি।
১৯।০৬।২১
তুমি মোর আয়না,
তোমার বুকে লিখে লিখে
দিন যে আমার য়ায় না।
সারাদিন যোগাযোগ রক্ষায়
তোমার নাই কোন জুরি,
তাইতো সারাটা দিন
তোমার পিছনে ঘুরি।
ছবি তুলে, ভিডিও করে
তোমায় দেই ছাড়ি,
মানুষের ভালোবাসা আর
লাইক পাই কারি কারি।
ফেসবুকের ব্যবহারে
হই মোরা যত্মবান,
তবেই এই ফেসবুক মোদের
বাড়াবে সম্মান।
ফেসবুকের অপব্যবহার
যদি আমরা করি,
হায় হায় হে মানুষ
লজ্জাতে যে মরি।
১৯।০৬।২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ ২০/০৬/২০২১চমৎকার লেখনী।
-
Md. Rayhan Kazi ২০/০৬/২০২১চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৬/২০২১নাইস
-
আলমগীর সরকার লিটন ২০/০৬/২০২১সুন্দর
-
মোঃ বুলবুল হোসেন ২০/০৬/২০২১Nice