মৌচাকে ঢিল
কিছু সময় ছিলো- একত্রে থাকার,
থাকা হয়েছেও বেশ,
একই বৃন্তে সাজানো পাপড়ীর মত,
কিংবা মৌচাকের মৌমাছির মত,
এক করোনা এসে মৌচাকে দিলো মস্ত ঢিল,
কিছু মৌমাছি স্পট ডেথ,
কিছু ছড়িয়ে ছিটিয়ে হয়তোবা জীবন বাঁচিয়েছে,
কিন্তু শেষ রক্ষা পাবে কি না?
কেউ তা জানে না??
15/06/21
থাকা হয়েছেও বেশ,
একই বৃন্তে সাজানো পাপড়ীর মত,
কিংবা মৌচাকের মৌমাছির মত,
এক করোনা এসে মৌচাকে দিলো মস্ত ঢিল,
কিছু মৌমাছি স্পট ডেথ,
কিছু ছড়িয়ে ছিটিয়ে হয়তোবা জীবন বাঁচিয়েছে,
কিন্তু শেষ রক্ষা পাবে কি না?
কেউ তা জানে না??
15/06/21
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৬/০৬/২০২১Valo
-
সানাউল্লাহ ১৬/০৬/২০২১করোনা ভাইরাস সংক্রমণের এক জীবন মুখোমুখি রুপক কবিতা রচনা করেছেন কবি। শুভকামনা রইল কবি।
-
মাহতাব বাঙ্গালী ১৬/০৬/২০২১কবিড-১৯
বসবাসে ভেঙ্গে দিয়েছে একতা
বন্ধ করেছে কাছে যাওয়ার সহমর্মিতা
হ্যাঁ, সবই অনিশ্চিত মোহনায় -
আলমগীর সরকার লিটন ১৬/০৬/২০২১চমৎকার
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০৬/২০২১সব অনিশ্চিত।