সমবায় ভাবনা (১০)
সকল সমবায়ে সেবাকাল পালন
দেশের বৃহৎ ক্রেডিট ইউনিয়ন ‘দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)‘তে আজ শুরু হয়েছে সেবাকাল-২০২১। এখন দেশের অনেক ক্রেডিট ইউনিয়ন বা সমবায় সমিতিতে সেবাকাল পালন করা হচ্ছে। এর মধ্যে তুমিলিয়া ক্রেডিট, নাগরী ক্রেডিট ও হাউজিং সোসাইটি অন্যতম। সেবাকাল পালন করা প্রতিষ্ঠানগুলো সেবাকাল পালন করার সুফল পেয়েছে। সেবাকালের সুফল পাওয়ার জন্য দেশের সকল সমবায় সমিতি বা ক্রেডিট ইউনিয়ন কর্তৃপক্ষের উচিত সেবাকাল পালন করা। সদস্যদের উত্তম সেবা প্রদানের মহড়া এই সেবাকালে হয়ে যায়।
দেশের বৃহৎ ক্রেডিট ইউনিয়ন ‘দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)‘তে আজ শুরু হয়েছে সেবাকাল-২০২১। এখন দেশের অনেক ক্রেডিট ইউনিয়ন বা সমবায় সমিতিতে সেবাকাল পালন করা হচ্ছে। এর মধ্যে তুমিলিয়া ক্রেডিট, নাগরী ক্রেডিট ও হাউজিং সোসাইটি অন্যতম। সেবাকাল পালন করা প্রতিষ্ঠানগুলো সেবাকাল পালন করার সুফল পেয়েছে। সেবাকালের সুফল পাওয়ার জন্য দেশের সকল সমবায় সমিতি বা ক্রেডিট ইউনিয়ন কর্তৃপক্ষের উচিত সেবাকাল পালন করা। সদস্যদের উত্তম সেবা প্রদানের মহড়া এই সেবাকালে হয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০৬/২০২১সুন্দর কথন