চোখের জল
আর কত চোখের জল পড়লে
করোনা তুমি আমাদের নিষ্কৃতি দিবে?
জল ঝরতে তো কম ঝরেনি,
জমিয়ে রাখলে তো সাগর হয়ে যেত !
তারপরেও তুমি ক্ষান্ত হও নি করোনা,
তোমার ছোবল এখনও বন্ধ হয় নি,
তুমি কি চোখের জলের ঝর্ণা দিয়ে মহাসমুদ্র করতে চাও?
কি লাভ তোমার চোখের জল নিয়ে?
এ জল তো অপেয়, নোনতা,
কি লাভ এই মহাসমুদ্রে?
যে জল কষ্ট দিয়ে গড়া সেই জলের সমুদ্র তো প্রাণহীন,
লতাগুল্মহীন এক মরা জলাধার,
যা একেবারেই অর্থহীন।
করোনা তুমি আমাদের নিষ্কৃতি দিবে?
জল ঝরতে তো কম ঝরেনি,
জমিয়ে রাখলে তো সাগর হয়ে যেত !
তারপরেও তুমি ক্ষান্ত হও নি করোনা,
তোমার ছোবল এখনও বন্ধ হয় নি,
তুমি কি চোখের জলের ঝর্ণা দিয়ে মহাসমুদ্র করতে চাও?
কি লাভ তোমার চোখের জল নিয়ে?
এ জল তো অপেয়, নোনতা,
কি লাভ এই মহাসমুদ্রে?
যে জল কষ্ট দিয়ে গড়া সেই জলের সমুদ্র তো প্রাণহীন,
লতাগুল্মহীন এক মরা জলাধার,
যা একেবারেই অর্থহীন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নবাজ ২৬/০৫/২০২১কোন একদিন ক্ষান্ত হবে নিশ্চই।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০৫/২০২১আকুতি ভরা কবিতা। শুভেচ্ছা
-
ইউসুফ জামিল ২৪/০৫/২০২১চমত্কার
-
সুয়েল হক ২১/০৫/২০২১Masallah ❤️
-
ফয়জুল মহী ২১/০৫/২০২১এক অনন্য প্রকাশ