পিছনে যাচ্ছি
আমরা পিছনের দিকেই যাচ্ছি !
সন্দেহ নাই তাতে।
এই সভ্যতার যুগে গোটা পৃথিবী যখন সামনে যাচ্ছে,
আমরা যাচ্ছি পিছনে,
সকল জাতি যখন নারীকে উপযুক্ত সম্মান দিচ্ছে,
নারীকে স্নেহময়ী মা’র আসন দিচ্ছে,
মর্যাদায় আসীন করছে,
নিদ্ধান্তদাতার অংশ করছে নারীকে,
সেখানে আমরা নারীকে অসম্মান করছি,
কক্ষে বন্দি রেখে হেনস্তা করছি,
পুলিশে সোপর্দ করছি,
এসব করে নিজেরা পিছনের দিকে তো যাচ্ছিই,
গোটা দেশকেও পিছনের দিকে নিয়ে যাচ্ছি ।
২০/০৫/২১
সন্দেহ নাই তাতে।
এই সভ্যতার যুগে গোটা পৃথিবী যখন সামনে যাচ্ছে,
আমরা যাচ্ছি পিছনে,
সকল জাতি যখন নারীকে উপযুক্ত সম্মান দিচ্ছে,
নারীকে স্নেহময়ী মা’র আসন দিচ্ছে,
মর্যাদায় আসীন করছে,
নিদ্ধান্তদাতার অংশ করছে নারীকে,
সেখানে আমরা নারীকে অসম্মান করছি,
কক্ষে বন্দি রেখে হেনস্তা করছি,
পুলিশে সোপর্দ করছি,
এসব করে নিজেরা পিছনের দিকে তো যাচ্ছিই,
গোটা দেশকেও পিছনের দিকে নিয়ে যাচ্ছি ।
২০/০৫/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০৫/২০২১ভবিষ্যৎমুখী হওয়া উচিৎ জীবনের লক্ষ্য।
-
ইউসুফ জামিল ২১/০৫/২০২১খুবই সুন্দর লেখনী
-
রূপক কুমার রক্ষিত ২১/০৫/২০২১মনোমুগ্ধকর উপস্থাপনা।
-
ফয়জুল মহী ২০/০৫/২০২১চমৎকার উপস্থাপন করছেন মনোমুগ্ধকর কথামালা