জীবন
জীবন তো একটাই।
এ জীবনকে কি একটু রাঙ্গানো যায় না?
কত বছরই বা জীবনের সীমা?
কেউ হয়তোবা বেঁচে যায় শত বছর,
বেশীর ভাগই শ’র নীচে।
কেউ থাকে আবার মাত্র ক্ষণিকের তরে,
তার পরেও তো মানুষের আশা থাকে,
ঘর বাঁধে, পথ চলে...
চাঁদ দেখে আবার কখনো সূর্য্যকে সাথি করে,
মরুভূমিতে গোলাপ ফুঁটানোর ব্যর্থ চেষ্টা করে।
মজা পুকুর থেকে নীলপদ্ম আনতে চায়,
জীবন তো বহতা নদীর মতন চলতেই থাকে,
আর যখন থেমে যায় তখন জীবন আর জীবন থাকে না,
হয়ে যায় লাশ।
জীবন তো একটাই।
এ জীবনকে কি একটু রাঙ্গানো যায় না?
18/05/21
এ জীবনকে কি একটু রাঙ্গানো যায় না?
কত বছরই বা জীবনের সীমা?
কেউ হয়তোবা বেঁচে যায় শত বছর,
বেশীর ভাগই শ’র নীচে।
কেউ থাকে আবার মাত্র ক্ষণিকের তরে,
তার পরেও তো মানুষের আশা থাকে,
ঘর বাঁধে, পথ চলে...
চাঁদ দেখে আবার কখনো সূর্য্যকে সাথি করে,
মরুভূমিতে গোলাপ ফুঁটানোর ব্যর্থ চেষ্টা করে।
মজা পুকুর থেকে নীলপদ্ম আনতে চায়,
জীবন তো বহতা নদীর মতন চলতেই থাকে,
আর যখন থেমে যায় তখন জীবন আর জীবন থাকে না,
হয়ে যায় লাশ।
জীবন তো একটাই।
এ জীবনকে কি একটু রাঙ্গানো যায় না?
18/05/21
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৫/২০২১দারুণ
-
সুয়েল হক ১৯/০৫/২০২১অসাধারণ লিখছেন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০৫/২০২১সুন্দর ভাবনা।তবে জীবন রঙিণ করা খুবই কঠিন।
-
ফয়জুল মহী ১৯/০৫/২০২১Excellent poem
-
সুয়েল হক ১৮/০৫/২০২১মাশাল্লাহ