জীবনযুদ্ধ
মানুষের জীবনে যুদ্ধই বড় কথা।
যে জীবনে যুদ্ধ নেই, তা জীবন নয়,
অর্থহীন একগুচ্ছ সময় মাত্র।
পিঁপিলিকা যুদ্ধ করেই বাঁচে,
খাবার সংগ্রহ করে যুদ্ধ করেই,
যদিও পদপৃষ্ট হয়ে মরার ভয় আছে,
তারপরেও জীবনে যুদ্ধই মূল কথা।
গুইসাপ খাবারের জন্য প্রানান্ত যুদ্ধ করে,
গর্তে আরামে থাকলে জীবনরক্ষা হয় না,
জীবনের ঝুঁকি নিয়েই শিকারে বের হয়,
কখনো বাঁচে, কখনো মরে,
এটাই জীবনের আসল যুদ্ধ।
একইভাবে মানুষকেও যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত,
কখনো বাঁচে, কখনো বা মরে,
যুদ্ধহীন জীবন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন,
পদ্মবিহীন পুকুরের মত,
সেখানে মানুষ গোসল করে না, মাছ ধরে না,,,
যে পুকুরে পদ্ম নেই তার কি দাম?
একেবারেই অর্থহীন।
জীবনের যুদ্ধই তার আসল গুরুত্ব,
তার উপরে নেই।
১৬.০৫.২১
যে জীবনে যুদ্ধ নেই, তা জীবন নয়,
অর্থহীন একগুচ্ছ সময় মাত্র।
পিঁপিলিকা যুদ্ধ করেই বাঁচে,
খাবার সংগ্রহ করে যুদ্ধ করেই,
যদিও পদপৃষ্ট হয়ে মরার ভয় আছে,
তারপরেও জীবনে যুদ্ধই মূল কথা।
গুইসাপ খাবারের জন্য প্রানান্ত যুদ্ধ করে,
গর্তে আরামে থাকলে জীবনরক্ষা হয় না,
জীবনের ঝুঁকি নিয়েই শিকারে বের হয়,
কখনো বাঁচে, কখনো মরে,
এটাই জীবনের আসল যুদ্ধ।
একইভাবে মানুষকেও যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত,
কখনো বাঁচে, কখনো বা মরে,
যুদ্ধহীন জীবন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন,
পদ্মবিহীন পুকুরের মত,
সেখানে মানুষ গোসল করে না, মাছ ধরে না,,,
যে পুকুরে পদ্ম নেই তার কি দাম?
একেবারেই অর্থহীন।
জীবনের যুদ্ধই তার আসল গুরুত্ব,
তার উপরে নেই।
১৬.০৫.২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০১/০৬/২০২১বেশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০৫/২০২১যুদ্ধ জীবনময় হে কবি।
-
নুর হোসেন ১৭/০৫/২০২১মনোমুগ্ধকর
-
Md. Rayhan Kazi ১৭/০৫/২০২১অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৫/২০২১বিউটিফুল