জীবনের অর্থ
কেন মানুষগুলো এতোটা স্বার্থপর হয়ে যাচ্ছে?
ভাবতে অবাক লাগে!
শুধু নিজেকে নিয়ে বাঁচতে চায়,
পৃথিবীটাকে এক মোবাইলের মধ্যে বন্দি রাখতে চায়,
কখনো বা কম্পিউটারে,
শুধু আপন বুঝ ভালো বুঝে,
মানুষের কাছে এখন সমাজের কোন মূল্য নেই,
মূল্য নেই সামাজিকতার।
কোন প্রেম নেই, নেই কোন ভালোবাসা আর মমত্ববোধ।
নিজেকে অঢেল টাকার মালিক বানাতে চায় আর
দেয় দৌড় টাকার পিছে,
পরে জীবনের কোন মানে খোঁজে পায় না।
পাশের মানুষের কথা কেউ ভাবে না।
মানুষ মানুষের জন্য না হলে
জীবন জীবনের জন্য না হলে
এ জীবনের অর্থ কি কিছু থাকে?
১৫/০৫/২১
ভাবতে অবাক লাগে!
শুধু নিজেকে নিয়ে বাঁচতে চায়,
পৃথিবীটাকে এক মোবাইলের মধ্যে বন্দি রাখতে চায়,
কখনো বা কম্পিউটারে,
শুধু আপন বুঝ ভালো বুঝে,
মানুষের কাছে এখন সমাজের কোন মূল্য নেই,
মূল্য নেই সামাজিকতার।
কোন প্রেম নেই, নেই কোন ভালোবাসা আর মমত্ববোধ।
নিজেকে অঢেল টাকার মালিক বানাতে চায় আর
দেয় দৌড় টাকার পিছে,
পরে জীবনের কোন মানে খোঁজে পায় না।
পাশের মানুষের কথা কেউ ভাবে না।
মানুষ মানুষের জন্য না হলে
জীবন জীবনের জন্য না হলে
এ জীবনের অর্থ কি কিছু থাকে?
১৫/০৫/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুয়েল হক ২০/০৫/২০২১Masallah ❤️...
-
মোঃ শাহাদাৎ হোসেন ১৬/০৫/২০২১চমৎকার
-
মোহাম্মদ মাইনুল ১৬/০৫/২০২১সত্যবচন। ধন্যবাদ।
-
ফয়জুল মহী ১৫/০৫/২০২১চমৎকার প্রকাশ
ঈদ মোবারক। -
রূপক কুমার রক্ষিত ১৫/০৫/২০২১অসাধারণ হয়েছে