গাছ কাটা
অপ্রয়োজনে প্রতিদিন
কাটছি আমরা গাছ,
গাছ কেটে মনটা যেন
হয়ে যায় রাজ।
গাছই যে অক্সিজেন
চিন্তা না করি,
পরিবেশ নষ্ট করে
দালান মোরা গড়ি।
কখনও বা কেটে গাছ
বানাই ভোজনালয়,
গাছ বিনা এ ধরাতে
কে দিবে মলয়?
গাছ দেয় খাদ্য আর
গাছ দেয় ছায়া.
তবু কেন গাছের জন্য
নেই মোদের মায়া?
গাছ না থাকলে এ ধরা
হবে মরুভূমি,
তাহলে, হে মানুষ
কোথায় রবে তুমি।
আজ থেকে এক হয়ে
না কাটি গাছ আর,
হবে না এ বিশ্বে
অক্সিজেনের হার।
আর যদি কাটতে থাকি
গাছ নির্বিচারে,
অক্সিজেন নিয়ে যুদ্ধ
হবে অচিরে।
..............................
-স্বপন রোজারিও (মাইকেল) ১১.০৫.২১
কাটছি আমরা গাছ,
গাছ কেটে মনটা যেন
হয়ে যায় রাজ।
গাছই যে অক্সিজেন
চিন্তা না করি,
পরিবেশ নষ্ট করে
দালান মোরা গড়ি।
কখনও বা কেটে গাছ
বানাই ভোজনালয়,
গাছ বিনা এ ধরাতে
কে দিবে মলয়?
গাছ দেয় খাদ্য আর
গাছ দেয় ছায়া.
তবু কেন গাছের জন্য
নেই মোদের মায়া?
গাছ না থাকলে এ ধরা
হবে মরুভূমি,
তাহলে, হে মানুষ
কোথায় রবে তুমি।
আজ থেকে এক হয়ে
না কাটি গাছ আর,
হবে না এ বিশ্বে
অক্সিজেনের হার।
আর যদি কাটতে থাকি
গাছ নির্বিচারে,
অক্সিজেন নিয়ে যুদ্ধ
হবে অচিরে।
..............................
-স্বপন রোজারিও (মাইকেল) ১১.০৫.২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১৫/০৫/২০২১সু ন্দ র
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৫/২০২১Nice
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৫/২০২১nice presentation...
-
মোঃ খায়রুল আলম সোহেল ১২/০৫/২০২১প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গাছের কোন বিকল্প নেই। কবির এই কবিতা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখুক এই প্রত্যাশা রইল।
-
ফয়জুল মহী ১১/০৫/২০২১সুন্দর মনের অনুভূতি প্রকাশ করেছেন কবি