মানুষ এখন যাচ্ছে গ্রামে
মানুষ এখন যাচ্ছে গ্রামে
করতে সবাই ঈদ,
ঈদের আমেজ মনে নিয়ে
অনেকে গাইছে গীত।
মানুষ কেন যাচ্ছে এভাবে
ভেবে যে না পাই,
করোনার একটু ভয়
মনে কেন নাই?
ভারতের করোনার ধরন
আসছে বাংলাদেশে,
বিপদ কিন্তু আছে সামনে
করোনার শ্রদ্ধবেশে।
পথ শুধু আছে একটা
স্বাস্থ্যবিধি মানা,
অন্যথায় কি যে হবে
তা সবার অজানা।
আসুন সবাই মিলে
গ্রামে না যাই,
সামাজিক দূরত্ব রেখে
বেঁচে যেতে চাই।
-----------------
স্বপন রোজারিও (মাইকেল) ০৮.০৪.২১
করতে সবাই ঈদ,
ঈদের আমেজ মনে নিয়ে
অনেকে গাইছে গীত।
মানুষ কেন যাচ্ছে এভাবে
ভেবে যে না পাই,
করোনার একটু ভয়
মনে কেন নাই?
ভারতের করোনার ধরন
আসছে বাংলাদেশে,
বিপদ কিন্তু আছে সামনে
করোনার শ্রদ্ধবেশে।
পথ শুধু আছে একটা
স্বাস্থ্যবিধি মানা,
অন্যথায় কি যে হবে
তা সবার অজানা।
আসুন সবাই মিলে
গ্রামে না যাই,
সামাজিক দূরত্ব রেখে
বেঁচে যেতে চাই।
-----------------
স্বপন রোজারিও (মাইকেল) ০৮.০৪.২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ খায়রুল আলম সোহেল ১১/০৫/২০২১ভালো লেখনি।তবে শ্রদ্ধবেশ শব্দটি "ছদ্মবেশ "এভাবে লিখলে বোধহয় অধিক ভালো হত।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৫/২০২১Nice
-
Md. Rayhan Kazi ১০/০৫/২০২১দারুন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৫/২০২১Excellent
-
ফয়জুল মহী ০৯/০৫/২০২১খুব সুন্দর উপস্থাপন,
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৫/২০২১excellent ...