ধান
এসেছে ঘরে ধান,
গাই শান্তির গান।
ধান থাকলে ঘরে,
মন আনন্দে ভরে।
পেতে ন্যায্য দাম,
ঝরে কেন ঘাম?
ধনের দামের যথার্থতা,
প্রসাশনের স্বার্থকতা।
-----------------
-স্বপন রোজারিও (মাইকেল) ০৭.০৫.২১
গাই শান্তির গান।
ধান থাকলে ঘরে,
মন আনন্দে ভরে।
পেতে ন্যায্য দাম,
ঝরে কেন ঘাম?
ধনের দামের যথার্থতা,
প্রসাশনের স্বার্থকতা।
-----------------
-স্বপন রোজারিও (মাইকেল) ০৭.০৫.২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৫/০৬/২০২১ভালো
-
স্বপন গায়েন ১৪/০৫/২০২১সু ন্দ র
-
মোঃ খায়রুল আলম সোহেল ১১/০৫/২০২১বিষয়বস্তু ছন্দ বেশ ভালো। আশা করছি চর্চায় কবির ভবিষ্যত উজ্বল হবে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৫/২০২১awesome...
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৫/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ০৭/০৫/২০২১অনবদ্য লেখনশৈলী
-
সানাউল্লাহ ০৭/০৫/২০২১সুন্দর ছন্দে লেখা কবিতা। অভিনন্দন কবি।