করোনার অবস্থা অনেকটা ভালো
দেশে করোনার অবস্থা
এখন একটু ভালো,
আশা করি অচিরেই
কেটে যাবে কালো।
এবারের রোজার ঈদে
করি যদি একটু ত্যাগ,
করোনা প্রতিরোধে
পেতে হবে না বেগ।
এবার যদি ঈদের সময়
গ্রামে না গিয়ে পাড়ি,
নিশ্চিত করে বলতে পারি
করোনা যাবে বাংলা ছাড়ি।
একটুখানি আত্মত্যাগ আর
স্বাস্থ্যবিধি মানা,
করোনামুক্ত দেশ গড়বে
এটা সবার জানা।
-্স্বপন রোজারিও (মাইকেল) ০৬।০৫।২০২১
এখন একটু ভালো,
আশা করি অচিরেই
কেটে যাবে কালো।
এবারের রোজার ঈদে
করি যদি একটু ত্যাগ,
করোনা প্রতিরোধে
পেতে হবে না বেগ।
এবার যদি ঈদের সময়
গ্রামে না গিয়ে পাড়ি,
নিশ্চিত করে বলতে পারি
করোনা যাবে বাংলা ছাড়ি।
একটুখানি আত্মত্যাগ আর
স্বাস্থ্যবিধি মানা,
করোনামুক্ত দেশ গড়বে
এটা সবার জানা।
-্স্বপন রোজারিও (মাইকেল) ০৬।০৫।২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৫/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ০৭/০৫/২০২১অনন্যসাধারণ লেখনী।