মানবো স্বাস্থ্যবিধি
মানবো স্বাস্থ্যবিধি
মানুষ কেন অযথাই ঘুরছে রাস্তা-ঘাটে,
অকারণে কেনই বা ভীর করছে মাঠে?
অক্সিজেন নাই আজ কোন হাসপাতালে,
তারপরেও স্বাস্থ্যবিধি নিচ্ছে না আমলে?
শ্মশানঘাটের বাতাস আজ হয়েছে ভারী,
ক্ষণে ক্ষণে আসছে ঐ লাশবাহী গাড়ী।
মা কাঁদে, বাবা কাঁদে, কাঁদে আপনজন,
কারো চিত্তে সুখ নেই, অশান্ত সবার মন।
তারপরেও অসচেতন, চলছে রাস্তায় গাড়ী,
কেউবা আবার মনের সুখে যাচ্ছে শ্বশুরবাড়ী।
মার্কেটে মার্কেটে এখন হচ্ছে দারুণ ভীর,
দাপুটে চলছে মানুষ, যেন একজন মীর।
এখনও সময় আছে, মানবো স্বাস্থ্যবিধি,
তবেই ধরা দিবে, ঐ যে পরম নিধি।
............................................................................
-স্বপন রোজারিও (মাইকেল), ২৭/০৪/২০২১
মানুষ কেন অযথাই ঘুরছে রাস্তা-ঘাটে,
অকারণে কেনই বা ভীর করছে মাঠে?
অক্সিজেন নাই আজ কোন হাসপাতালে,
তারপরেও স্বাস্থ্যবিধি নিচ্ছে না আমলে?
শ্মশানঘাটের বাতাস আজ হয়েছে ভারী,
ক্ষণে ক্ষণে আসছে ঐ লাশবাহী গাড়ী।
মা কাঁদে, বাবা কাঁদে, কাঁদে আপনজন,
কারো চিত্তে সুখ নেই, অশান্ত সবার মন।
তারপরেও অসচেতন, চলছে রাস্তায় গাড়ী,
কেউবা আবার মনের সুখে যাচ্ছে শ্বশুরবাড়ী।
মার্কেটে মার্কেটে এখন হচ্ছে দারুণ ভীর,
দাপুটে চলছে মানুষ, যেন একজন মীর।
এখনও সময় আছে, মানবো স্বাস্থ্যবিধি,
তবেই ধরা দিবে, ঐ যে পরম নিধি।
............................................................................
-স্বপন রোজারিও (মাইকেল), ২৭/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শচীন কর্মকার ৩০/০৪/২০২১অসাধারণ লেখা
-
এম এম হোসেন ৩০/০৪/২০২১বেশ ল
-
রূপক কুমার রক্ষিত ২৯/০৪/২০২১সুন্দর
-
রূপক কুমার রক্ষিত ২৮/০৪/২০২১সময়োপযোগী উপস্থাপন
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৪/২০২১স্বাস্থ্যবিধি মানতে হবে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৪/২০২১nice post...
-
ফয়জুল মহী ২৭/০৪/২০২১খুব সুন্দর উপস্থাপন,