একটুখানি সাবধানতায় মানবতার জয়
দোকান-বিপণিবিতান ৯টা পর্যন্ত খোলা,
করোনার বিস্তার রোধে, না হই মনভোলা।
স্বাস্থ্যবিধি মেনে চলা এখন প্রধান কাজ,
ভাঙ্গিলে স্বাস্থ্যবিধি, মাথায় পড়বে বাজ।
সবাই বাজার করি সামাজিক দূরত্ব রেখে
যাই বিপণিতে জীবানুনাশক হাতে মেখে।
মানলে স্বাস্থ্যকথা জীবন হবে না ক্ষয়,
একটুখানি সাবধানতায় মানবতার জয়।
-স্বপন রোজারিও (মাইকেল), 25.04.2021
করোনার বিস্তার রোধে, না হই মনভোলা।
স্বাস্থ্যবিধি মেনে চলা এখন প্রধান কাজ,
ভাঙ্গিলে স্বাস্থ্যবিধি, মাথায় পড়বে বাজ।
সবাই বাজার করি সামাজিক দূরত্ব রেখে
যাই বিপণিতে জীবানুনাশক হাতে মেখে।
মানলে স্বাস্থ্যকথা জীবন হবে না ক্ষয়,
একটুখানি সাবধানতায় মানবতার জয়।
-স্বপন রোজারিও (মাইকেল), 25.04.2021
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৬/০৪/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ২৫/০৪/২০২১Right