টিকা নিতে কেন এতো অনীহা
বাংলাদেশ সরকার গত ফেব্রুয়ারি মাস থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। টিকা প্রদান কার্যক্রম এখনও চলমান রয়েছে। পৃথিবীর অনেক দেশের আগেই বাংলাদেশ সরকার এই টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। সরকারের এই শুভ উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকারের এই শুভ উদ্যোগের পরেও আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা এখনও টিকা নিতে অনীহা প্রকাশ করছে। এমনকি তারা টিকা সম্পর্কে নেতিবাচক কথাও বলছেন। কেন এই অনীহা? এই অনীহা থাকাটা মোটেও ঠিক নয়। রাষ্ট্রের প্রধান প্রধান ব্যক্তিগণ যেখানে টিকা নিয়েছেন সেখানে টিকা নিতে কোন অনীহা থাকতেই পারে না। টিকা সম্পর্কে আমাদের নেতিবাচক মনোভাব এখনই পরিহার করতে হবে। ৪০ বছরের উর্ধ্বে বয়সের সবাইকে এখনই টিকা নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে জীবন পরিচালনা করতে হবে। সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। চলুন আজই বাংলাদেশ সরকারের সুরক্ষা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করে নিজেকে সুরক্ষিত রাখি এবং পরিবার ও দেশকে সুরক্ষিত করি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ বুলবুল হোসেন ০৮/০৬/২০২১চমৎকার লিখেছেন কবি
-
সাঞ্জু ০৭/০৬/২০২১অবশ্যই টিকা নেওয়া উচিৎ
-
জসিম বিন ইদ্রিস ০৮/০৫/২০২১সবাইকে টিকা নেওয়া উচিত
-
হাবিবা বেগম ০২/০৫/২০২১যথাযথ লিখেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৫/২০২১beautiful...
-
Md. Rayhan Kazi ০১/০৫/২০২১অসাধারণ লেখনী
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৪/২০২১সময় উপযোগী আবেদন
-
দীপঙ্কর বেরা ২৫/০৪/২০২১ঠিক কথা
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২১Right