নিতে হবে টিকা
বাংলাদেশ সরকার দিচ্ছে করোনার টিকা এবার,
৪০ বছর উর্ধ্বে যারা, টিকা নিতে হবে সবার।
সুরক্ষা অ্যাপে গিয়ে, করতে হবে নাম নিবন্ধন,
সবাই মিলে টিকা নিয়ে গড়বো সুরক্ষার বন্ধন।
টিকা নেয়ার ক্ষেত্রে চলবে না অজুহাত কোন,
টিকা নিয়ে ভালো থাকবো, ওহে মানুষ শোন।
টিকা নিয়েও স্বাস্থ্যবিধি করতে হবে যে পালন,
মাস্ক নিয়ে বাঁচবার অভ্যাস করতে হবে ধারন।
-স্বপন রোজারিও (মাইকেল), ২২/০৪/২০২১
৪০ বছর উর্ধ্বে যারা, টিকা নিতে হবে সবার।
সুরক্ষা অ্যাপে গিয়ে, করতে হবে নাম নিবন্ধন,
সবাই মিলে টিকা নিয়ে গড়বো সুরক্ষার বন্ধন।
টিকা নেয়ার ক্ষেত্রে চলবে না অজুহাত কোন,
টিকা নিয়ে ভালো থাকবো, ওহে মানুষ শোন।
টিকা নিয়েও স্বাস্থ্যবিধি করতে হবে যে পালন,
মাস্ক নিয়ে বাঁচবার অভ্যাস করতে হবে ধারন।
-স্বপন রোজারিও (মাইকেল), ২২/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০৪/২০২১ঠিক
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৪/২০২১right
-
ফয়জুল মহী ২২/০৪/২০২১অসাধারণ , শুভ কামনা নিরন্তর ।