মানুষ যদি জেগে ঘুমায়
আজকে বের হয়েছি
নিতে করোনা টিকা,
মানুষের অবস্থা দেথে
জীবন হয়ে গেছে ফিকা।
এতো মানুষ রাস্তার মধ্যে
এতো কি তাদের কাজ?
এতো মৃত্যুর মিছিলেও
মাথায় পড়ে না বাজ?
এদিন ওদিন ঘুরছে মানুষ
অজুহাতের নেই শেষ,
এই ফাঁকে করোনা ভাইরাস
দিচ্ছে হাসি বেশ।
ব্যবসায়ীরা দোকান খুলে
করছে বেচা-কেনা,
করোনার ধ্বংসের কথা
যদি ও সবারই জানা।
মানুষ সচেতন না হলে
করবে প্রসাশন কি’বা?
মানুষ যদি জেগে ঘুমায়
কেমনে হবে দিবা?
১৯।০৪।২১
নিতে করোনা টিকা,
মানুষের অবস্থা দেথে
জীবন হয়ে গেছে ফিকা।
এতো মানুষ রাস্তার মধ্যে
এতো কি তাদের কাজ?
এতো মৃত্যুর মিছিলেও
মাথায় পড়ে না বাজ?
এদিন ওদিন ঘুরছে মানুষ
অজুহাতের নেই শেষ,
এই ফাঁকে করোনা ভাইরাস
দিচ্ছে হাসি বেশ।
ব্যবসায়ীরা দোকান খুলে
করছে বেচা-কেনা,
করোনার ধ্বংসের কথা
যদি ও সবারই জানা।
মানুষ সচেতন না হলে
করবে প্রসাশন কি’বা?
মানুষ যদি জেগে ঘুমায়
কেমনে হবে দিবা?
১৯।০৪।২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৪/২০২১ধন্যবাদ।
-
মাহতাব বাঙ্গালী ২০/০৪/২০২১সুন্দর লিখেছেন ।
specially last stanza sparks the whole poem -
সাইয়িদ রফিকুল হক ১৯/০৪/২০২১মানুষের হুঁশ ফিরে আসুক।
-
ফয়জুল মহী ১৯/০৪/২০২১বাহ সত্যি অনবদ্য সৃষ্টি